1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনা ইস্যুতে স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ১৩, ২০২০, ১২:২৭ পিএম করোনা ইস্যুতে স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ
ছবি সংগৃহীত

ঢাকা : বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। এখন পর্যন্ত ৪ হাজার ৯৭৩ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৫৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৯শ ৩৪ জন। এমন পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনের বৈশ্বিক সূচিতে আনতে হয়েছে অনেক পরিবর্তন। পিছিয়ে দেয়া হয়েছে বেশ কিছু টুর্নামেন্ট, বাতিল হয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ।

ইতিমধ্যেই ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের দক্ষিণ আমেরিকার ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। সেগুলো আগামী ২৩-৩১ মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল। আর এগুলোর মধ্যে রয়েছে বিশ্বের দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচও। তিন আমেরিকার বিশ্বকাপ দল বাছাইয়ের পরবর্তী ১০ ম্যাচের জন্য নতুন সূচি করা হবে। এর মধ্যে আর্জেন্টিনা-ইকুয়েডর, ব্রাজিল-বলিভিয়া, প্যারাগুয়ে-পেরুর ম্যাচও ছিল।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) জানিয়েছে, দক্ষিণ আমেরিকা ফুটবলের অভিভাবক, নীর্তিনির্ধারণী সংস্থার (কনমেবল) সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ম্যাচগুলো আয়োজনের পরবর্তী দিনক্ষণ পরে জানিয়ে দেয়া হবে। 

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner