ঢাকা : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে মাত্র ৪০ বলে ৯৯ রানের ঝড়ো ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার বেন ডাস্ক। তা দেখে মাথা ঘুরে যায় পাক ধারাভাষ্যকার রমিজ রাজা। আবেগ ধরে রাখতে না পেরে সেই অজি হার্ডহিটারকে পাকিস্তানের হয়ে খেলতে প্রকাশ্য প্রস্তাব দিয়ে বসলেন রমিজ।
বেন ডাঙ্ক অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে কুইন্সল্যান্ডের হয়ে খেলেন। ডানহাতি এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার হয়ে মাত্র পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। বয়স এখন ৩৩। ফলে জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ তাঁর কাছে তেমন নেই বললেই চলে। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে হার্ডহিটিং ব্যাটসম্যান হিসাবে তাঁর নামডাক রয়েছে।
পাকিস্তান সুপার লিগে বেন ডাঙ্কের মারকুটে ইনিংস দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন রামিজ। লাহোর কালান্দার্সের হয়ে ৪০ বলে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বেন ডাঙ্ক। ৩টি চার ও ১২টি ছক্কায় সাজানো সেই ইনিংস। প্রথমে ব্যাট করে করাচি কিংস ১৯০ রান তুলেছিল। বেন ডাস্কের সৌজন্যে লাহোর ম্যাচ জিতে নেয় ৮ উইকেটে।
ইউটিউবে একটি ভিডিও বার্তায়, ডাঙ্কের ব্যাটিং প্রতিভার প্রশংসা করেন রমিজ রাজা। সেইসঙ্গে তাঁকে পাকিস্তানের নাগরিকত্ব নেয়ার প্রস্তাবও দেন তিনি। রামিজ বলেন, ‘মারকুটে ব্যাটসম্যান ও হিসাবে ও বাকিদের থেকে আলাদা। আমার মনে হয় ওকে পাকিস্তানের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া উচিত। সেইসঙ্গে পাকিস্তানের হয়ে খেলার প্রস্তাবও দেওয়া উচিত। একজন পাকিস্তানি ব্যাটসম্যান ওর মতো পাওয়ার হিটিং কিছু করে দেখাবে বলে অপেক্ষা করে আছি।’
আগামীনিউজ/জাকিউল