1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

এই আত্মবিশ্বাস কাজে লাগবে পাকিস্তানে : মেহেদী হাসান

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ০৫:৫৬ পিএম এই আত্মবিশ্বাস কাজে লাগবে পাকিস্তানে : মেহেদী হাসান
ফাইল ছবি

ঢাকা : গেল বছর ইংল্যান্ড বিশ্বকাপের পর যেন চেনাই যাচ্ছিল না বাংলাদেশ ক্রিকেট দলকে। শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তানে শুধু হারই দেখেছে লাল সবুজ জার্সিধারীরা। অবশেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ছন্দে ফিরেছে টাইগাররা। টেস্ট, ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে মাহমুদউল্লাহরা। আর খেলোয়াড়দের এই জয়ের মানসিকতা পাকিস্তানেও কাজে লাগবে বলে মনে করেন তরুণ মেহেদী হাসান।   

মঙ্গলবার এই অলরাউন্ডার বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের সবকিছু ভালো হচ্ছে। এই সিরিজ দিয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আশা করি পরবর্তী সিরিজগুলোতে কোনও সমস্যা হবে না। সামনেই আমাদের পাকিস্তানের সঙ্গে খেলা আছে। ওখানে একটা ওয়ানডে ও টেস্ট আছে। আশা করি এই আত্মবিশ্বাস কাজে লাগবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই প্রভাব বিস্তার করে খেলেছে বাংলাদেশ দল। স্বাগতিক খেলোয়াড়দের দারুন ভাবে উজ্জীবিত করেছে অধিনায়ক মাহমুদউল্লাহ। এ প্রসঙ্গে মেহেদী হাসান বলেন, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে ড্রেসিংরুমে আসার পর থেকে সিনিয়রদের আলোচনা করতে শুনেছি, প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে ক্রিকেট খেলার কথা। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ইতিবাচক কথাবার্তা বলেছিলেন ড্রেসিংরুমে। খুব সাহসী মানসিকতা নিয়ে এনার্জেটিক ক্রিকেট খেলার কথা বলেছেন তিনি। এভাবে খেলতে পারলে সামনের সিরিজগুলোতেও আমরা প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে পারব।’

আগামীনিউজ/জাফিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner