1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনা আতঙ্কে কোহলিদের সাথে হাত মেলাবেন না তারা

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ০১:০৮ পিএম করোনা আতঙ্কে কোহলিদের সাথে হাত মেলাবেন না তারা
ছবি সংগৃহীত

ঢাকা : ক্রমেই মহামারী আকার ধারণ করছে করোনাভাইরাস। চীনের উহান থেকে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণেও। বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগ ও আন্তর্জাতিক টুর্নামেন্ট এরইমধ্যে বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। তবে বিরাট কোহলিদের সাথে ম্যাচের আগে পরে হাত মেলাবেন না প্রোটিয়া ক্রিকেটাররা।  

ভারতের বিমানে ওঠার আগে জোহানেসবার্গে সাংবাদিক বৈঠকে প্রোটিয়া কোচ বাউচার বলেন, ‘ছেলেদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সুতরাং ভারত সফরে আমরা চেষ্টা করব হ্যান্ডশেক না করার। এ ব্যাপারে ছেলেদের মতামতকে গুরুত্ব দিতে হবে। আমাদের সঙ্গে সিকিউরিট স্টাফ থাকবে। আশাকরি স্বাস্থ্যের কথা মাথায় রেখে ওরাও এটা মাথা রাখবে। ওর যদি ভাবে এতে আমাদের ক্ষতি হতে পারে তাহলে আমাদের তা না-করাই ভালো।’

বৃহস্পতিবার ধর্মশালায় তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। 

এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কের পর ইংল্যান্ড অধিনায়ক জো রুট গত সপ্তাহে জানিয়েছিলেন, শ্রীলঙ্কা সফরে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকবেন ক্রিকেটাররা। ১৯ মার্চ থেকে গলে শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। কলম্বোতে দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু ২৭ মার্চ থেকে। তবে অস্ট্রেলিয়া দল ঘোষণা দিয়েছে যে, করোনা আতঙ্ক থাকলেও তারা হ্যান্ডশেক অবশ্যই করবেন। তাদের কাছে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার রয়েছে।

আগামীনিউজ/জাফিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner