1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ১২:৪৬ পিএম বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি
ছবি সংগৃহীত

ঢাকা : জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তানে উড়াল দিবে বাংলাদেশ দল। সেখান থেকে ফিরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডে পাড়ি জমাবে তামিম-মুশফিকরা। তবে লাল সবুজ জার্সিধারীদের বিপক্ষে আইরিশদের টি-টোয়েন্টি সিরিজটি  হবে ইংল্যান্ডের মাটিতে।  

বাংলাদশের বিপক্ষে সিরিজের সূচি ও ভেন্যু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তারা জানিয়েছে, ওয়ানডে সিরিজ ঘরের মাঠে হলেও টি-টোয়েন্টি সিরিজ হবে ইংল্যান্ডে। ভেন্যু- ওভাল, চেমসফোর্ড, ব্রিস্টল ও এজবাস্টন।

টি-টোয়েন্টি সিরিজটিও ঘরের মাঠে আয়োজন করতে পারতো আয়ারল্যান্ড। কিন্তু ক্লোনটার্ফের একটি ভেন্যু পুনর্গঠনের কারণে তা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়েই ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে আইরিশরা।

এবারই প্রথম কোন সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। এর আগে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইংল্যান্ডকে ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ২০১০ সালে ইংলিশদের মাটিতে দু’টি টেস্ট, একটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলেছিল তারা।

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হবার কথা ছিলো। কিন্তু একমাত্র টেস্টটি বাদ দেয়া হয়। তার পরিবর্তে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অর্ন্তভুক্ত হয়।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের সূচি:
২২ মে-প্রথম টি-টোয়েন্টি, ওভাল
২৪ মে-দ্বিতীয় টি-টোয়েন্টি, চেমসফোর্ড
২৭ মে-তৃতীয় টি-টোয়েন্টি, ব্রিস্টল
২৯ মে-চতুর্থ টি-টোয়েন্টি, এজবাস্টন

আগামীনিউজ/জাফিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner