1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

টি-টোয়েন্টি বলেই জিম্বাবুয়েকে সহজ ভাবছে না বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ০১:৩৮ পিএম টি-টোয়েন্টি বলেই জিম্বাবুয়েকে সহজ ভাবছে না বাংলাদেশ 
ছবি সংগৃহীত

ঢাকা : একমাত্র টেস্টে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও দ্বিতীয় ম্যাচে টাইগারদের কাছ থেকে প্রায় জয় ছিনিয়ে নিয়েছিল সফরকারিরা। অভিজ্ঞার বদৌলতে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছে মাশরাফি বাহিনী। তাই বলে টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে মোটেও সহজ ভাবে নিচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন লাল সবুজ জার্সিধারীরা।  

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে মাশরাফির দল। টি-টোয়েন্টি সিরিজেও জয়ের সেই ধারাবাহিকতায় ধরে রাখতে চায় বাংলাদেশ।

তবে কাজটি সহজ হবে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কারন এই ফরম্যাটে ভালো ক্রিকেট খেলে থাকে জিম্বাবুয়ে। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘প্রত্যকটি ম্যাচই চ্যালেঞ্জিং। কোন কিছুই সহজভাবে নেয়ার কোন অবকাশ নেই।’

টাইগার দলপতি বলেন, ‘টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু আমরা মনে করি, টি-২০ ক্রিকেটে খুবই ভালো দল জিম্বাবুয়ে। তাদের খুবই ভালো ব্যাটিং লাইন-আপ রয়েছে। তাই তাদের হারাতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে আমরা মাঠে নামবো। যদি আমরা তাদের সহজভাবে নিই, তবে এটি আমাদের জন্য নেতিবাচক ফল বয়ে আনবে।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে বাংলাদেশ জিতেছে সাতবার আর জিম্বাবুয়ে চারবার। ২০১৮ সালে সর্বশেষ দেখা হয়েছিলো দু’দলের। ঢাকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লিগ পর্বে দু’বারই জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। তবে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজে দেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে দুই ম্যাচের সিরিজ ড্র করে বাংলাদেশ।

জিম্বাবুয়ের অধিনায়ক সিন উইলিয়ামস বলেন, ‘আমি মনে করি, টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচের পরিস্থিতি যেকোন সময় পরিবর্তন হতে পারে। দু’টি ডেলিভারি ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে পারে। আমাদের এই দলটি তরুণ। যারা মিরপুরে সংক্ষিপ্ত ফরম্যাটে খেলতে মুখিয়ে আছে।’

জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, ‘আমরা এখন টি-টোয়েন্টি ক্রিকেটে পুরোপুরিভাবে মনোনিবেশ করেছি। ওয়ানডে নিয়ে খেলোয়াড়দের সাথে আলোচনা করি না। নেট সেশনে তাদের দেখে মনে হয়েছে, টি-টোয়েন্টি নিয়ে সুস্পষ্ট মানসিকতা রয়েছে খেলোয়াড়দের। এটি খুবই ভালো দিক। আমি মনে করি, টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার স্বাধীনতা থাকায় অনেক কিছুরই পরিবর্তন হবে। কিন্তু আমাদের খেলার মৌলিক বিষয়গুলো খুবই দুর্বল, যা আমাদের সংশোধন করতে হবে।’

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner