ঢাকা : প্রথমবারের মতো দেশকে বিশ্বকাপ জয়ের তৃপ্তি এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গেল মাসে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের ফাইনালে চারবারের শিরোপা জয়ী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আকবর আলীর দল। বিশ্বজয় করে দেশে ফিরে শুভেচ্ছায় ভেসেছে লাল সবুজের যুবারা। তারই ধারাবাহিকতায় এবার অনূর্ধ্ব-১৯ দলের চার যুবাকে সংবর্ধ্বনা দিল আকিজ ফুট এবং বেভারেজের ব্র্যান্ড ‘ক্লেমন’।
ক্লেমনের পৃষ্ঠপোষকতায় ক্রিকেট একাডেমী থেকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে জায়গা পাওয়া চার রাজশাহীর শরিফুল ইসলাম, মেহরাব হোসেইন অহিন, চাঁদপুর ক্রিকেট একাডেমীর শামিম হোসেইন ও মাহমুদুল হাসান জয়কে আকিজ হাউজে সংবর্ধ্বনা দেয়া হয়েছে।
বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে “ক্লেমন ক্রিকেট একাডেমি-এর” অবদান লক্ষণীয়। সারাদেশ জুড়ে ক্লেমনের রয়েছে মোট ৭টি ক্রিকেট একাডেমি। একাডেমিগুলোতে সঠিক তত্ত্বাবধান, উপযুক্ত প্রশিক্ষণ এবং খেলোয়াড়দের প্রতি কর্তৃপক্ষের শ্রমে গড়ে তুলেছে অনেক প্রতিভাবান খেলোয়াড়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ডিরেক্টর শেখ জামিল উদ্দিন এবং শেখ শামিম উদ্দিন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ দলের বর্তমান খেলোয়াড় ও ক্লেমন একাডেমীর সাবেক শিক্ষার্থী নাজমুল হোসেন শান্তসহ আকিজ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের সদস্য মাহমুদুল হাসান জয় বলেন “আমরা দেশের মানুষের ভালোবাসার কাছে কৃতজ্ঞ। এই বিশ্বকাপ জয় আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং অনুপ্ররণা, এই অনুপ্রেরণাকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাবো আগামী লক্ষ্যের দিকে”।
আগামীনিউজ/জাফিউল