1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মুশফিককে পাকিস্তানে যাওয়ার আহ্বান হাসান-ব্র্যাথওয়েটের

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২০, ০৩:২৬ পিএম মুশফিককে পাকিস্তানে যাওয়ার আহ্বান হাসান-ব্র্যাথওয়েটের
ছবি সংগৃহীত

ঢাকা : নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে পারিবারিক কারণ দেখিয়ে পাকিস্তান সফর বর্জন করেছেন মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ছাড়াই দুই দফা পাক সফর করে এসেছে বাংলাদেশ দল। একটি করে টেস্ট ও ওয়ানডে খেলতে শেষ ধাপে এপ্রিলে আরো একবার পাকিস্তানে যাবে টাইগাররা। কিন্তু এবারো না যাওয়ার সিদ্ধান্তে অনড় মুশফিক। বিসিবি চাপ দিয়েও তাকে রাজি করাতে পারেনি। এমন অবস্থায় অভিজ্ঞ এই খেলোয়াড়কে পাকিস্তানে যাওয়ার আহ্বান জানিয়েছেন হাসান আলী ও কার্লোস ব্র্যাথওয়েট।  

প্রথম দফায় পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ধাপে টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুলরা। অথচ সর্বশেষ টেস্টে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বি-শতক হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। তাই তৃতীয় ও শেষ দফায় পাকিস্তানে যেতে মুশফিককে চাপ দেয় বিসিবি। কিন্তু তাতেও কাজ হয়নি। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফির বিদায়ী ম্যাচে একাদশে জায়গা হয়নি মুশফিকের।  

অবশ্য বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমালোচনার ঝড় উঠেছে। এমন সময় মুশফিককে পাকিস্তান সফরের আহ্বান জানালেন দেশটির ক্রিকেটার হাসান আলী ও ক্যারিবীয় ক্রিকেটার কার্লোস ব্র্যাথওয়েট।  

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে পেশাওয়ার জালমির জয়ের পর মুশফিকুর রহিমকে পাকিস্তানে যোতে আহ্বান জানিয়েছেন বিজয়ী দলের পেসার হাসান আলী। মুশফিকের উদ্দেশে তিনি বলছেন, ‘আপনি আসুন, ক্রিকেটারদের জন্য পাকিস্তান নিরাপদ। আমরা আশ্বস্ত করছি আপনাকে।’

হাসান আলী জানান, ‘পিসিএলে নিজের দলের জয়ের পর কার্লোস ব্র্যাথওয়েট হাসান আলীকে প্রশ্ন করেছিলেন– মুশফিক কেন পাকিস্তানে আসছে না?’ জবাবে হাসান আলী বলেন, ‘আমি তাকে বলেছি– আসলে আমি নিশ্চিত নই এ বিষয়ে। তবে আমার মনে হয় ওর এখানে আসা উচিত, যেহেতু তার দলও আসছে। এই দেশ নিরাপদ।’

হাসান আলীর সঙ্গে সহমত জানিয়েছেন ব্র্যাথওয়েটও। তিনিও মনে করেন, সিদ্ধান্ত পাল্টে মুশফিকের পাকিস্তান সফরে আসা উচিত।

উল্লেখ্য, প্রথম দুই দফায় পাকিস্তান সফর বর্জন করেছেন মুশফিক। আগামী এপ্রিলে তৃতীয় ধাপে পাকিস্তানে যেতে মুশিকে বেশ চাপ দিচ্ছে বিসিবি। যদিও এর আগে বিদেশ সফরে খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছেন তারা।

আগামীনিউজ/জাফিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner