1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

এশিয়া কাপ আমিরাতে না বাংলাদেশে? কী বলছেন মানি

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৭, ২০২০, ০৭:০১ পিএম এশিয়া কাপ আমিরাতে না বাংলাদেশে? কী বলছেন মানি
ফাইল ছবি

ঢাকা : অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান এহসান মানিও স্বীকার করলেন- চলতি বছরের শেষ দিকে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট নিরপেক্ষ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলির আগে জানিয়েছিলেন টুর্নামেন্টটি দুবাইতে অনুষ্ঠিত হবে। শনিবার (৭ মার্চ ) পিসিবি প্রধান মানি বলেছেন এশিয়া কাপ নিরপেক্ষ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

মূলত এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কারণে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবেনা এবং টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছিলেন গাঙ্গুলি। কিন্তু সে সময় দ্বিমত পোষন করেছিলেন মানি। তবে আজ শনিবার আগের অবস্থান থেকে পুরোপুরি ঘুড়ে দাঁড়ান মানি।

ইসলামাবাদে গণমাধ্যমকে আজ মানি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(এসিসি) সহযোগী সদস্যদের স্বার্থের বিষয়টি আমাদের মনে রাখতে হবে। আমরা জেদ করতে পারিনা এবং পাকিস্তান সফরে ভারত রাজি না হলে আমরা টুর্নামেন্ট আয়োজন করব না। বিকল্প হচ্ছে নিরপেক্ষ কোন ভেন্যু। তবে সেটা নির্ধারন করবে এসিসি সদস্যরা।’

২০১৮ আসরের আয়োজব ছিল ভারত। কিন্তু পাকিস্তান দল ভারতে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল বলে উল্লেখ করেছিলেন গাঙ্গুলি।

আগামী সেপ্টম্বরে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কিনা- প্রশ্নের জবাবে মানি বলেন, এ মাসের শেষ দিকে এসিসিসির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত না কি বাংলাদেশে অনুষ্ঠিত হবে- এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।’

গত সপ্তাহে দুবাইতে এসিসির সভা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থডসু হয়ে যায়।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত নিতে এ মাসের শেষ দিকে এসিসিসির বৈঠক হওয়ার কথা রয়েছে।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner