ঢাকা : ঘরের মাঠে সফরকারি ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে লঙ্কা বধ করে প্রতিশোধ নিল ক্যারিবীয়রা। আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ম্যাথুস-থিসারাদের ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে উইন্ডিজ।
দুর্দান্ত এই জয়ে স্বাগতিক লঙ্কানদের হোয়াইটওয়াশের তেতো স্বাদ পাইয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। একই সাথে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের মধুর প্রতিশোধ নিল উইন্ডিজ।
এদিন পাল্লেকেলেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের পুঁজি গড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। দাসুন শানাকা ব্যক্তিগত সর্বোচ্চ ৩১ রান তুলে অপরাজিত থেকে যান। অ্যাঞ্জেলো ম্যাথুস ২৩ ও থিসারা পেরেরা ২১ রান যোগ করেন। ফ্যাবিয়ান অ্যালেন দুটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ১৫৮ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। রাসেলের সঙ্গে ৪৩ রানে অপরাজিত ছিলেন শিমরন হেটমার। ওপেনার ব্র্যান্ডন কিংও করেন ৪৩।
আগামীনিউজ/জাকিউল