1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বদলে গেল বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ০৮:৩৭ পিএম বদলে গেল বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি
ছবি: সংগৃহীত

ঢাকা: আগের দুই দফায় বাংলাদেশ দল পাকিস্তানে পৌঁছেছে ম্যাচের একদিন আগে। তৃতীয় দফার সফরেও সেভাবেই যাওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ভাবনার বদল এনে পাকিস্তান সফরের সূচিতেও পরিবর্তন এনেছে বিসিবি। বাংলাদেশ দল এখন ম্যাচের আগে দুদিন ভেন্যুতে অনুশীলন করতে পারবে।

বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, বাংলাদেশ দল করাচিতে পৌঁছাবে ২৯ মার্চ। ৩০-৩১ মার্চে হবে অনুশীলন। ১ এপ্রিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। আগের সূচি অনুযায়ী যেটি হওয়ার কথা ছিল ৩ এপ্রিল। ওয়ানডের পর তিন দিনের অনুশীলন শেষে করাচি টেস্ট খেলবে বাংলাদেশ, যেটির শুরু ৫ এপ্রিল। টেস্ট শুরুর তারিখটা অবশ্য ঠিকই থাকছে। এগিয়েছে শুধু পাকিস্তানে যাওয়ার তারিখ ও অনুশীলন সেশনের সংখ্যা।

পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক জাকির খান পরিবর্তিত সূচি নিয়ে বলেছেন, ‘পিসিবি যেকোনো বিষয় সহজ করতে পারলেই খুশি। বাংলাদেশকে আরো বাড়তি কিছুদিন করাচিতে আতিথেয়তা দিতে পারলে আমরা আনন্দিতই হব। করাচির ম্যাচ ঘিরে এরই মধ্যে দারুণ রোমাঞ্চ-আলোচনা তৈরি হয়েছে। পিসিবি আশা করছে সমর্থকদের প্রত্যাশা পূরণে জমজমাট ক্রিকেটই দেখা যাবে।’

বাংলাদেশ দলের জন্য খারাপ খবর হলো পাকিস্তানে এখনো অবধি পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে আবার দুজনই করাচির। যদিও বিসিবি জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখেই পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বদলে যাওয়া বাংলাদেশ দলের সূচি:

২৯ মার্চ-বাংলাদেশ দল পৌঁছাবে পাকিস্তানে।
৩০-৩১ মার্চ-অনুশীলন।
১ এপ্রিল-প্রথম ওয়ানডে, করাচি।
২-৪ এপ্রিল-অনুশীলন।
৫-৯ এপ্রিল-করাচি টেস্ট (দ্বিতীয়)।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner