ঢাকা : একটা সময় ছিল যখন আবাহনী আর মোহামেডান মুখোমুখি হওয়া মানেই অন্যরকম উত্তেজনা বিরাজ করত। কানায় কানায় ভরে যেত স্টেডিয়াম। টিকিট না পেয়েও হাজার হাজার দর্শক স্টেডিয়ামের বাইরে দাড়িয়েই প্রিয় দলের সমর্থনে গলা ফাটাত। কিন্তু কালের পরিক্রমায় ঐতিহ্যবাহী এই দুই দলের লড়াইয়ে সেই ঝাজ আর নেই। এমন অবস্থার মধ্যেই বুধবার (৪ মার্চ) বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান।
এদিন সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি। চলতি মৌসুমে আবাহনী-মোহামেডানের প্রথম সাক্ষাৎ এটি। লিগে দুই দলই এর আগে ৩টি করে ম্যাচ খেলেছে। দুই দলই জিতেছে দুটি করে। মোহামেডান একটি হেরেছে, আবাহনী করেছে ড্র। টেবিলে ৭ পয়েন্ট নিয়ে আবাহনী তৃতীয় স্থানে, মোহামেডান ৬ পয়েন্ট নিয়ে ছয়-এ।
মোহামেডানের মুখোমুখি হওয়ার আগে আবাহনীর কোচ মারিও লেমোস বলেন, ‘গতবার মোহামেডানের কাছে হারের পর সবাই আমাদের সমালোচনা করেছিল। সেটা যৌক্তিকই ছিল। এবার আমাদের প্রমাণ করতে হবে আমরাই সেরা।’
এই পর্তুগিজ কোচ আরও বলেন, ‘আমি দুই ক্লাবের অতীত ইতিহাসের কথা জানি। একসময় মাঠে প্রচুর দর্শক আসতো, মারামারিও হত। এখন মাঠে দর্শক কম আসে। তবে আমি নিশ্চিত দুই দলের সমর্থকেরাই এই ম্যাচ দেখতে মাঠে আসবে।’
মোহামেডানের কোচ শোন লেইন বলেন, ‘গতবার বসুন্ধরা কিংস লিগ জিতেছে রক্ষণের জোরে। সেরা রক্ষণ যার তারাই শিরোপা যেতে। এবার আমার লক্ষ্যই ছিল রক্ষণ শক্তিশালী করা। তাই আপাতত এখনও গোল কম হচ্ছে কেন সেটি নিয়ে চিন্তিত নই আমি।’
এই ব্রিটিশ কোচ বলেন, ‘আমরা জিততেই মাঠে নামব। সেটা এক গোলের জয় হোক আর যাই হোক। ডার্বিতে জিততে চাই।’
এছাড়া আবাহনীর অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন এবং মোহামেডানের অধিনায়ক মাজহারুল ইসলাম হিমেল দুইজনই জয়ের ব্যাপারে আশাবাদী।
দুই দলের মোট মুখোমুখি হয়েছে ১২৭ বার। তাতে আবাহনীর জয় ৫২ ম্যাচে, আর মোহামেডান জিতেছে ৪১ ম্যাচ। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২৩ দেখায় ১০ বার জিতেছে আবাহনী। মোহামেডানের জয় এর অর্ধেক, ৫ ম্যাচে।
আগামীনিউজ/জাকিউল