
ঢাকা : দেশের হ্যান্ডবল কোচদের কারিগরি জ্ঞান বাড়াতে ‘হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স-২০২০’ শুরু হয়েছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সোমবার (২ মার্চ) শুরু হয়েছে আট দিনব্যাপী এই কোর্স।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে টেকনিক্যাল কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
দেশের বিভিন্ন জেলা ও সার্ভিসেস সংস্থা হতে আগত ৪ জন নারী এবং ২৩ জন পুরুষ কোচ নিয়ে শুরু হলো এবারের কোর্সটি। বাংলাদেশ হ্যান্ডবল জাতীয় দলের প্রশিক্ষক মো, নাসির উল্লাহ লাভলু এবং মো. কামরুল ইসলাম কিরন কোর্সটি পরিচালনা করবেন।
৮ দিনব্যাপী চলমান কোর্সটি আগামী ৯ মার্চ ২০২০ তারিখ সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শেষ হবে।
আগামীনিউজ/জাকিউল