1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন হতাশ কোহলি

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ২, ২০২০, ০১:০০ পিএম সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন হতাশ কোহলি
ছবি সংগৃহীত

ঢাকা : ওয়ানডে সিরিজের পর নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশের লজ্জা পেলো ভারত। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাত্র আড়াই দিনে কিউইদের কাছে হার মেনেছে টিম ইন্ডিয়া। হতশা বিরাট কোহলি সংবাদ সম্মেলনে মেজাজ হারিয়ে ফেললেন।  

এক সাংবাদিক প্রশ্ন তুলেছিলেন মাঠে কোহলির আচার-আচরণ নিয়ে। জবাবে কোহালি পাল্টা প্রশ্ন করেন, “আপনার কী মনে হয়?” সেই সাংবাদিক বলে ওঠেন, “আমি তো আপনাকে প্রশ্ন করেছি।” বিরাট ফের বলেন, “আমি আপনাকে এর উত্তর দিতে বলছি।” সাংবাদিক তখন বলেন, “আরও ভাল উদাহরণ রাখা উচিত আপনার।” কোহালি তখন বলেন, “আপনাকে বের করতে হবে ঠিক কী ঘটেছিল। আরও ভাল প্রশ্ন নিয়ে আসা উচিত ছিল আপনার। আপনি যা ঘটেছিল তার অর্ধেক প্রশ্ন বা অর্ধেক খবর নিয়ে এখানে আসতে পারেন না। আর আপনি যদি বিতর্ক তৈরি করতে চান, তবে এটা তার উপযুক্ত জায়গা নয়। আমি এটা নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছি। যা ঘটেছে, তা নিয়ে তার কোনও সমস্যা নেই। ধন্যবাদ।”

এরপর খানিকটা স্বাভাবিক হয়ে কোহলি বলেন, "প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা। দীর্ঘক্ষণ ধরে আমরা সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। ওরা অনেক বেশি চাপ সৃষ্টি করেছিল। এটা হল আমাদের সঠিকভাবে পারফর্ম না করতে পারা আর নিউ জিল্যান্ড তাদের নিজেদের পরিকল্পনায় স্থির থাকার মিশ্রিত ফলাফল। আর আমাদের ব্যাটসম্যানরাও বোলারদের সামনে যথেষ্ট রান তুলে দিতে পারেনি। বোলিং আমাদের ভালো হয়েছে। ওয়েলিংটনেও আমার ভালো বোলিং করেছিলাম। অনেক সময় ভালো বোলিং করলেও ফল তোমার পক্ষে নাও যেতে পারে।"

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner