1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লিভারপুলকে মাটি ধরাল ওয়াটফোর্ড

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ১, ২০২০, ১০:৪৫ এএম লিভারপুলকে মাটি ধরাল ওয়াটফোর্ড
ছবি: সংগৃহীত

ঢাকা : উড়তে থাকা লিভারপুলকে মাটি ধরিয়েছে ওয়াটফোর্ড। ঘরের মাঠে তারা অলরেডদের ৩-০ গোলে হারিয়েছে। অথচ ওয়াটফোর্ড ২৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে রয়েছে। সেই দলটির কাছেই কিনা হেরে গেল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। অবশ্য ৭৯ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরেই রয়েছে লিভারপুল। আগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির ২০১৭ সালে গড়া টানা ১৮ জয়ের রেকর্ড ছুঁয়েছিল দলটি।

গোলশূন্য প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল লিভারপুল। শট নেওয়ার ক্ষেত্রে ওয়াটফোর্ড। তবে দুই দলই গোলমুখে শট রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিরতির পর ৫৪ মিনিটে এগিয়ে যায় গত পাঁচ লিগ ম্যাচে জয়ের দেখা না পাওয়া ওয়াটফোর্ড। থ্রো ইন থেকে পাওয়া বল বুক দিয়ে নামিয়ে কাট ব্যাক দেন আবদুলাই দুকুরে। গোলমুখ থেকে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন ইসমাইলা সার। ছয় মিনিট পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে আগুয়ান আলিসনের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন সার। ৭২ মিনিটে সারের ব্যাক পাস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করে লিভারপুলের হার অনেকটাই নিশ্চিত করে দেন ডেনি। এরপর বাকি সময়ে একটি গোলও শোধ করতে পারেনি লিভারপুল।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner