ঢাকা : নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে হাসছে না বিরাট কোহলির ব্যাট। ওয়েলিংটন টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২১ এসেছে ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে। অপরদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জ্বলে উঠেছেন অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথ। দুই দেশের দুই তারকার পারফরম্যান্সে অদল বদল হলো টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত আইসিসির টেস্ট র্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেলেন বিরাট কোহলি। ভারতের অধিনায়ককে টপকে চূড়ায় উঠে গেলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
বর্তমানে বিরাট কোহলির রেটিং পয়েন্ট ৯০৬। ৯১১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে স্টিভ স্মিথ। বিরাট কোহলি ছাড়া আইসিসি টেস্ট র্যাংঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশের মধ্যে ৮,৯,১০ নম্বরে রয়েছেন যথাক্রমে আজিঙ্কে রাহানে, চেতেশ্বর পূজারা ও মায়াঙ্ক আগরওয়াল।
আইসিসি টেস্ট র্যাংঙ্কিংয়ে এক আর দু নম্বর জায়গাটা বিরাট কোহলি আর স্টিভ স্মিথের মধ্যেই অদল বদল হচ্ছে। নির্বাসন কাটিয়ে ফিরেই বিরাটকে সরিয়ে এক নম্বরে উঠে আসেন স্মিথ। এরপর ইডেনে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করেই আবার স্মিথকে সরিয়ে শীর্ষে উঠে আসেন কিং কোহলি।
এবার কোহলিকে সরিয়ে একে চলে এলেন আবার সেই স্মিথ। এদিকে আইসিসি টেস্ট র্যাংঙ্কিংয়ে প্রথম দশে একমাত্র ভারতীয় বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন। ৯ নম্বরে রয়েছেন তিনি। তেমনই ওয়েলিংটনে মাত্র এক উইকেট নেওয়া জশপ্রীত বুমরাহ প্রথম দশেই জায়গা পাননি। নেমে গিয়েছেন ১১ নম্বরে।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসেই রান পাননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ২ রানে কোহলিকে ফেরান কাইল জেমিসন। আর দ্বিতীয় ইনিংসে ১৯ রান করেন তিনি। এবার বোল্টের শিকার হন বিরাট। আর তাতেই আইসিসি টেস্ট র্যাংঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় একধাপ নেমে গেলেন বিরাট কোহলি।
আগামীনিউজ/জাকিউল