1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
পাকিস্তান সফর

মাহমুদউল্লাহ যেতে পারলে মুশফিক কেন নয় বললেন নাজমুল

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৯:৩৫ পিএম মাহমুদউল্লাহ যেতে পারলে মুশফিক কেন নয় বললেন নাজমুল
বোর্ড সভাপতির নিকট থেকে ম্যাচ সেরার পুরস্কার নিচ্ছেন মুশফিকুর রহিম। ছবি: বিসিবি।

ঢাকা: মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। সম্পর্কে তারা ভায়রা ভাই। মাহমুদউল্লাহ পাকিস্তান সফরে যেতে পারলে মুশফিকুর রহিম কেন পারবেন না-এই প্রশ্ন তুলেছেন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান। জিম্বাবুয়ের বিরুদ্ধে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর। ম্যাচ সেরাও হয়েছেন বগুড়ার এই ক্রিকেটার।

নিরাপত্তার কারণে প্রথম দুই দফায় পাকিস্তান সফরে যাননি মুশফিকুর। তখন বোর্ড সভাপতি জানিয়েছিলেন, পাকিস্তান সফরের ব্যাপারে কাউকে জোর করা হবে না। কিন্তু তৃতীয় দফায় সফরের আগে ভিন্ন সুর শোনা গেল নাজমুলের কন্ঠে। বাংলাদেশ দলের এপ্রিলে পাকিস্তান সফরে যাবে। এই সফরে করাচিতে একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট জয়ের পর নাজমুল হাসান জানালেন, এবার তারা পাকিস্তান সফরে মুশফিকুরকে চাইছেন,‘ আমরা আশা করছি সে (মুশফিক) যাবে। সে নয় শুধু, যাকেই নির্বাচন করা হবে, সে যাবে। চুক্তিবদ্ধ প্রতিটি ক্রিকেটারের উচিত যাওয়া। এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। ক্রিকেটারদের দেশের কথাও চিন্তা করতে হবে, শুধু নিজের কথা চিন্তা করলে হবে না। আমি ব্যক্তিগতভাবে এটিই মনে করি। নিজের কথা খুব গুরুত্বপূর্ণ, পরিবার গুরুত্বপূর্ণ, দেশ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এ কথাটি সবাইকে মনে রাখতে হবে।’

এরপর মাহমুদউল্লাহর প্রসঙ্গ টেনে নাজমুল বললেন,‘ একটা ভয় ছিল (পাকিস্তান সফর নিয়ে)। আমাদের ভয় ছিল। যারা গিয়েছে, তাদের ভয় ছিল না? কিন্তু এই সফরের পর… আমাদের ছেলেরা যখন খেলে আসছে, তার বাড়ির লোকও তো খেলে আসছে! আমি বলতে চাচ্ছি, রিয়াদের কিছু হলে কিছু হবে না, শুধু ওর (মুশফিক) বেলায় পুরো পরিবার কান্নাকাটি করবে নাকি? চিন্তিত নাকি? এরকম তো আমি বিশ্বাস করি না। রিয়াদের কাছ থেকেও তো শুনতে পারে যে কী হয়েছে, সতীর্থদের কাছ থেকে শুনতে পারে, আমাদের কাছ থেকে শুনতে পারে।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner