1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মুশফিককে সঙ্গ দিতে ব্যর্থ মিথুন

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০২:১৪ পিএম মুশফিককে সঙ্গ দিতে ব্যর্থ মিথুন
ছবি সংগৃহীত

ঢাকা : মিরপুর টেস্টের নিয়ন্ত্রণে নিজেদের অধীনে রেখে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। সেই ধারা অব্যাহত রেখে তৃতীয় দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। মধ্যাহ্ন বিরতি পরেই ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। জমে উঠে ছিল মুমিনুল-মুশফিক রসায়ন। শেষ পর্যন্ত ২২২ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক। মুমিনুল ফেরার পর মুশফিককে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছে মোহাম্মদ মিথুন।  

আগের দিনের ৩ উইকেটে ২৪০ রান সোমবার (২৪ ফেব্রুয়ারি) তৃতীয় দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দিনের প্রথম শেসনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। তিরিপানোর বলে কভার ড্রাইভ করে অধিনায়ক হিসাবে প্রথম সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান। ১৫৬ বলে ১২ চারে বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান তুলে নেন তার ক্যারিয়রের নবম সেঞ্চুরি। 

মুমিনুল আর মুশফিকের রসায়নে এগিয়ে যায় বাংলাদেশ। সেঞ্চুরির পথে এগোতে থাকেন মুশফিক। ৯৯ রান নিয়ে মধ্যাহ্ন ভোজ বিরিতি যান অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিরতি থেকে ফিরেই শতক তুলে নেন মুশফিক। ১০১তম ওভারের তৃতীয় বলে চার মেরে ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুশফিক। 

মুমিনুল আর মুশফিকের জুটি ভাঙতে তৎপর হয়ে উঠে জিম্বাবুয়ের বোলাররা। শেষ পর্যন্ত ২২২ রানের জুটি ভেঙে দেন এন্দলোভু। চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেয়ার আগে ২৩৪ বলে ১৪টি চারের মারে ১৩২ রান করেন মুমিনুল। তবে আগেই তামিমকে ছুঁয়ে ফেলেন তিনি। তামিম আর মুমিনুলের সেঞ্চুরির সংখ্যা এখন সমান ৯টি করে। 

মুমিনুলের বিদায়ের পর দারুন শুরু করেন মোহাম্মদ মিঠুন। কিন্তু সেট হতে পারলেন না তিনি। এন্দলোভুর বলে চাকাভার তালুবন্দি হন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। রিভিউ নিয়েও নিজেকে রক্ষা করতে পারেননি মিথুন। ফেরার আগে তিন চারে ২৩ বলে ১৭ রান করেন তিনি।   

এই প্রতিবেদন লিখার সময় ১২৫.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৪২ রান। ১৭৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৪৩ এবং লিটন দাস ৯ রানে অপরাজিত রয়েছেন।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফের বিদায়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। তবে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকরা। চা বিরতির আগে শান্ত ফিফটি তুলে নিলেও বিদায় নেন তামিম। ফিফটিটাকে ৭১ রান অবধি নিয়ে যেতে পেরেছেন শান্ত। নিজের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৩৯ বলে সাতটি চারের সাহায্যে।

এরপর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। সঙ্গী হিসেবে পান অভিজ্ঞ মুশফিকুরকে।  ১৭২ রানে ৩ উইকেট চলে যাওয়ার পর এই জুটি অবিচ্ছিন্ন থেকে দ্বিতীয় দিন পার করেছে। যেখানে মুমিনুল ৭১ করে অপরাজিত আছেন। তিনি এই রান করেছেন ১৩৯ বলে সাতটি চারের সৌজন্যে। মুশফিকের ৩২ রান এসেছে ৬৮ বলে ছয়টি চারের সাহায্যে।

ইনিংসের শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে নিয়াওচির বলে খোঁচা মারতে গিয়ে রেগিস চাকাভার তালুবন্দি হয়েছেন সাইফ হাসান। এরপর প্রতিরোধ গড়ে তোলেন নাজমুল শান্ত ও তামিম ইকবাল। দুজনেই ফিফটির পথে এগোচ্ছিলেন। ৮৯ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন তামিম। ত্রিপানোর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন এই ওপেনার।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২২৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর ১১১ রানের জুটি গড়েন প্রিন্স মাসভাউরে (৬৪) এবং অধিনায়ক ক্রেইগ আরভিন। 

এরপর তৃতীয় আঘাতটিও হেনেছেন নাঈম। বোল্ড করে ফিরিয়েছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলরকে (১০)। অবশ্য সিকান্দার রাজার সঙ্গে আরভিনের জুটি বড় হতে দেননি সেই নাঈমই। রাজাকে ফিরিয়েছেন লিটন দাসের ক্যাচ বানিয়ে। তার আগে তিনি ৬২ বল খেলে করেছেন ১৮ রান। একপ্রান্ত আরভিন আগলে রাখলেও অন্যপ্রান্ত থেকে তেমন সঙ্গ পাননি। মারুমাকে এলবিডব্লুয়ের ফাঁদে ফেলে দ্বিতীয় উইকেট শিকার করেছেন আবু জায়েদ।

ব্যাটিং বিপর্যয়ের মাঝেই ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন আরভিন। ২২৭ বলে তিনি ১০৭ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৩টি চারের সৌজন্যে। প্রথম দিন শেষে জিম্বাবুয়ে সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২২৮ রান।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ৪ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে আর মাত্র ৩৭ রান যোগ করতে সমর্থ হয় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৬৫ রান।  শেষ ব্যাটসম্যান হিসাবে রেগিস চকাভাকে (৩০) শিকার করেন তাইজুল ইসলাম।

বাংলাদেশের হয়ে পেসার আবু জায়েদ ও স্পিনার নাঈম হাসান ৪টি করে উইকেট নিয়েছেন। এছাড়া ২টি শিকার করেন তাইজুল।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner