1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কেউ এবার ট্রিপল সেঞ্চুরিও করতে পারে বলছেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০, ০৮:৪১ পিএম কেউ এবার ট্রিপল সেঞ্চুরিও করতে পারে বলছেন মুমিনুল
কারো ব্যাটে ট্রিপল সেঞ্চুরিও আসতে পারে, সংবাদ সম্মেলনে বলেছেন অধিনায়ক মুমিনুল হক। ছবি: বিসিবি।

ঢাকা: গত পাঁচ টেস্টের কোনো ইনিংসেই বাংলাদেশের স্কোর ২৫০ ছাড়ায়নি। এই সময়ে কোনো ব্যাটসম্যানই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাননি। বড় স্কোর না করার চড়া মাশুল মুমিনুলদের দিতে হয়েছে হেরে।

কেন গত এক বছরে দুরন্ত ইনিংস দেখা যায়নি ব্যাটসম্যানদের কাছ থেকে, সে ব্যাখ্যায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক দিলেন এভাবে,‘ এতগুলো ইনিংসে একটা সেঞ্চুরি না থাকা মানে আপনি নিচের দিকেই আছেন। আমার কাছে মনে হয় দেখুন খেলোয়াড়দের কখনো কখনো বাজে সময় যায়। দল হিসেবে আমরা হয়তো সেই খারাপ সময়টা পার করছি। আমরা এটা কাটিয়ে ওঠার কাজ করছি। খুব শিগগির…কথা দিচ্ছি, কথাই দিয়ে দিলাম আপনাদের।’

দৃষ্টিটা ওপরের দিকে রাখছেন মুমিনুল। তিনি বলছেন, ‘আমার কথা বলছি না, পুরো দলের কথাই বলছি। সংবাদ সম্মেলনে নিজের কথা বলি না, দলের কথাই বলি। আমাদের দলের কেউ ১০০, ২২০ কিংবা ৩০০ রানও করতে পারে। কথা দিলাম কেউ না কেউ এবার বড় ইনিংস খেলবে ইনশাআল্লাহ।’ মুমিনুলের এই কথার প্রতিফলন মাঠে কতটা দেখা যায় এখন সেই অপেক্ষা।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner