1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাকিবের ‌‘অস্কার’ জয় (ভিডিও)

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ০৬:১৮ পিএম সাকিবের ‌‘অস্কার’ জয় (ভিডিও)
সংগৃহীত ছবি

ঢাকা : আইসিসির নিষেধাজ্ঞায় এই মুহুর্তে পুরোপুরি মাঠের বাহিরে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। কিন্তু ক্রিকেট থেকে দুরে থাকলেও ক্রিকেট এই অলরাউন্ডারকে ছাড়ছে না। বাইশ গজ থেকে দুরে থেকেও দশকসেরা ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন। এবার আরও একটি সম্মানজনক পুরষ্কার জিতেছেন সাকিব।  

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বোলিং ক্যাটাগরিতে অস্কার জিতেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সিপিএলের প্রথম আসরে বল হাতে ৬ উইকেট শিকার করায় অস্কারের ভূষিত হন সাকিব।

২০১৩ সালে সিপিএলে প্রথম আসরে ত্রিনবাগো রাইডার্সের বিপক্ষে বার্বাডোসের হয়ে ৪ ওভারে মাত্র ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন সাকিব। সিপিএলে সাকিবের সেই রেকর্ড আজও সিপিএলের সেরা বোলিংয়ের রেকর্ড হিসেবে অক্ষত আছে।

সে দিনের সে কীর্তির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেরা বোলিং স্পেল ক্যাটাগরিতে অস্কার জিতেছে সাকিব। সিপিএলের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবের আগুন ঝরা ঐ বোলিংয়ের একটি ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিও: 

উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় শাস্তির খড়গ নেমে এসেছে সাকিব আল হাসানের উপর। এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে।

প্রথম এক বছরের নিষেধাজ্ঞা চলাকালীন নতুন করে কোনো অপরাধ না করলে পরবর্তী এক বছরের শাস্তি পেতে হবে না তাকে। সেক্ষেত্রে আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner