1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাসেল নন কেকেআরের ট্রাম্প কার্ড হতে পারেন এই তারকা

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২০, ১০:১৮ পিএম রাসেল নন কেকেআরের ট্রাম্প কার্ড হতে পারেন এই তারকা
দুরন্ত ফর্মে রয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। কেকেআরের হয়ে রাখতে পারেন বড় ভুমিকা। ছবি: সংগৃহীত।

ঢাকা: কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে আগেও খেলেছিলেন। তবে তখনো তিনি তারকা হয়ে ওঠেননি। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার পর ইয়ন মরগ্যান বড় তারকায় পরিণত হয়েছেন। সেই মরগ্যান কেকেআরে খেলবেন দ্বিতীয়বারের মতো। ইংলিশ তারকা ক্রিকেটারকেই কেকেআরের ট্রাম্প কার্ড ধরছেন ধারাভাষ্যকার হার্ষা ভোগলে।

২০১৭ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন। তবে পরের দুই বছরে মরগ্যান নিলামে অবিক্রীত ছিলেন। বিশ্বকাপ জয়ের পর আর অপেক্ষা করেনি কেকেআর। পুরনো ক্রিকেটারকেই নিলামে ৫.২৫ কোটি রুপিতে  নতুন করে সই করিয়েছে নাইটরা।

সম্প্রতি হার্ষা ভোগলে একটি টুইট করেন মরগ্যানকে নিয়ে। যেখানে তিনি লেখেন, ‘ইংল্যান্ডের জার্সিতে যেরকম পারফরম্যান্স দেখান মরগ্যান, আইপিএলে সেরকম দেখাতে পারেননি। যদি এবার মরগ্যান কেকেআরের জার্সিতে সেভাবে প্রভাব ফেলতে না পারেন, তাহলে আমি অবাকই হব।’

আইপিএলে মরগ্যান ৫২ ম্যাচে ৮৫৪ রান করেছেন। স্ট্রাইক রেট ১২১-এর বেশি। আইপিএলে চারটি ফিফটি করেছেন। সর্বোচ্চ স্কোর ৬৬। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে টি-টোয়েন্টিতে বিস্ফোরক ব্য়াটিং করেছেন। ২২ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচে। ২০ ওভারে জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। মরগ্যানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি জস বাটলার ও জনি বেয়ারস্টোও ব্যাট হাতে ঝলসে উঠেছিলেন। সেই ইনিংসেই প্রভাবিত হয়ে হার্ষা ভোগলে জানিয়েছেন, কেকেআরের জার্সিতে এবার প্রধান ভূমিকা নিতে পারেন ইংলিশ তারকা।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner