1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পাপনের হাতে মাশরাফীর ভাগ্য!

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০১:৫৩ পিএম পাপনের হাতে মাশরাফীর ভাগ্য!
ছবি সংগৃহীত

ঢাকা : ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে কী সিদ্ধান্তহীনতায় ভুগছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি ছেড়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই পেসার। শুধু মাত্র ৫০ ওভারের ক্রিকেটে খেলছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে একদম ফর্মে নেই ম্যাশ। বঙ্গবন্ধু বিপিএলে ব্যর্থই বলা যায়। এমন অবস্থায় অবসর নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।  

সেই গুঞ্জনের মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্ত্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাশরাফী। তাহলে কি জিম্বাবুয়ের বিপক্ষে খেলে অবসরের ঘোষণা দেবেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক? এমন প্রশ্ন ভক্তদের মনে জাগতেই পারে।  

শিগগিরই জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা করবে নির্বাচকরা। সেখানে ওয়ানডে দলে মাশরাফী থাকবেন কিনা এমন প্রশ্নে বিসিবি পরিচালক আকরাম খান বল ঠেলে দিয়েছেন সভাপতি বিসিবির নাজমুল হাসান পাপনের কোটে।  

আকরাম খান বলেন, ‘ওয়ানডের স্কোয়াডও আমরা ইনশাআল্লাহ ২২-২৩ তারিখের দিকে দেব। মাশরাফি কিন্তু আমাদের লিজেন্ড। দেশের সবচেয়ে সফল অধিনায়ক। স্কোয়াডে থাকার বিষয়টি আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ওর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত দেবে। কারণ এটা আমার মনে হয় ওকে সম্মান দেখানোর সবচেয়ে সেরা পথ। তাই এই বিষয়ে বসে মনে হয় সিদ্ধান্ত নেবে। মানে ও কি খেলতে চায়, নাকি চায় না বা চালিয়ে নিতে চায় কি, চায় না।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফির না খেলার সিদ্ধান্ত আসলেও বিকল্প ভেবে রেখেছে বোর্ড। সে ক্ষেত্রে অধিনায়কত্বে আসতে পারেন সিনিয়র কারও কাঁধে। আকরাম বলেন, ‘যদি ও খেলে ওটাতে কোনো প্রশ্ন নেই, আর যদি না খেলে তাহলে মনে করেন আপনার সিনিয়র প্লেয়ার যারা আছে ওদের থেকেই নিতে হবে কারণ যারা নতুন আসছে, জুনিয়র যারা আছে আমার মনে হয় তাদের সময় দেওয়া উচিত।’

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner