1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মধ্যাঞ্চলের বোনাস পয়েন্ট ঠেকাতে রাজ্জাকদের অবাক কাণ্ড!

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০৩:৪৪ পিএম মধ্যাঞ্চলের বোনাস পয়েন্ট ঠেকাতে রাজ্জাকদের অবাক কাণ্ড!
শুধু বোনাস পয়েন্ট ঠেকাতে ৬ উইকেট থাকার পরও ১১৪ রানে ইনিংস ঘোষণা করেছেন আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত।

ঢাকা : প্রতিপক্ষ মধ্যাঞ্চলের চেয়ে তখনো দক্ষিণাঞ্চল পিছিয়ে ছিল ১২১ রানে। তারপরও সবাইকে অবাক করে ৪ উইকেটে ১১৪ রানেই ইনিংস ঘোষণা করলেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক। কারণটা আর কিছু নয়- মধ্যাঞ্চল যাতে বোনাস পয়েন্ট না পায়। রাজ্জাকের এই ইনিংস ঘোষণা সবাইকে অবাক করেছে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের প্রথম সেশনের মাঝামাঝি সময় ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। এর আগে দলটি ২৮.২ ওভারে ৪ উইকেটে ১১৪ রান তোলে।

প্রথম ১০০ ওভারে ৫ উইকেট নেওয়ার জন্য প্রতিটি দল পাবে ০.৫ পয়েন্ট। ৭ উইকেট নিলে পাওয়া যাবে ১ পয়েন্ট। নয় বা তার বেশি উইকেটের জন্য ১.৫ পয়েন্ট। বোলিংয়ে সর্বোচ্চ পাওয়া যাবে দেড় পয়েন্ট।

দক্ষিণাঞ্চলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, দলকে ফাইনালে তুলতে এই কৌশল নিয়েছেন তারা। বিসিএলের দুই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দক্ষিণাঞ্চল। তাদের পয়েন্ট ১৬.৩৯। ৯.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মধ্যাঞ্চল।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner