1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পঞ্চমবার মুক্তি পেলেন হাফিজ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ১২:০৩ পিএম পঞ্চমবার মুক্তি পেলেন হাফিজ
ফাইল ছবি

ঢাকা : বোলিং অ্যাকশনের কারণে বারবার আইসিসির তোপের মুখে পড়তে হয়েছে মোহাম্মদ হাফিজকে। সর্বশেষ গেল বছরের আগস্টে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের এই স্পিনার। কয়েক দিন পড়েই শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর সেখানে খেলতে কোনো বাঁধা নেই হাফিজের। কারণ এরইমধ্যে বোলিংয়ের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন তিনি।

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও ৩৯ বছর বয়সী এ অলরাউন্ডারের বোলিং অ্যাকশন নিয়ে চলছে লুকোচুরি খেলা। সেই ধারায় গেল বছর আগস্টে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে খেলতে গিয়ে অবৈধ অ্যাকশনের কারণে বোলিং থেকে নিষিদ্ধ হয়েছিলেন হাফিজ। প্রায় মাসছয়েক পর শুধরানো অ্যাকশনে পরীক্ষা দিয়ে প্রমাণ করেছেন তার কনুই বেঁধে দেয়া ১৫ ডিগ্রি সীমার চেয়ে বেশি বাঁকে না। যে কারণে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো বোলিংয়ের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন হাফিজ।
 
তার এবারের নিষেধাজ্ঞাটা ছিলো মূলত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। তবে সব দেশের বোর্ডের পারস্পরিক চুক্তির কারণে, কোনো এক বোর্ড কোনো খেলোয়াড়কে শাস্তি দিলে, সেটি কার্যকর হয় সবধরনের ক্রিকেটেই। তাই আন্তর্জাতিক ক্রিকেট দূরে থাক, নিজ দেশের ঘরোয়া টুর্নামেন্টেও বোলিং করার অনুমতি ছিলো না হাফিজের।

অবশেষে লাফবোরো বিশ্ববিদ্যালয়ে এবং লাহোরে আইসিসির টেস্টিং সেন্টারের মূল্যায়ন পরীক্ষায় পাস করেছেন হাফিজ। ফলে তার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন থেকে ইংল্যান্ডে সব ধরনের প্রতিযোগিতায় বল করতে পারবেন তিনি।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী মোহাম্মদ হাফিজ।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner