1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আকবরদের কাছে শিখতে আপত্তি নেই মুমিনুলের

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২০, ০৫:৫৯ পিএম আকবরদের কাছে শিখতে আপত্তি নেই মুমিনুলের
ছবি সংগৃহীত

ঢাকা : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে অসীম ধৈর্যের পরীক্ষা দিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশের যুবারা। কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের কাছে আত্মসমর্পন করেছে বাংলাদেশ জাতীয় দল। এক দিন বাকি থাকতেই স্বাগতিকদের কাছে ইনিংস ও ৪৪ রানে হেরেছে তামিম-লিটনরা। এমন অবস্থায় আকবরদের কাছে ধৈর্য ধারণ করা শিখতে চান অধিনায়ক মুমিনুল হক।  

যুব বিশ্বকাপের ফাইনালে আকবর আলীরা দেখিয়ে দিয়েছেন কীভাবে ধৈর্য ধরে খেলতে হয়। এ থেকে অনেক কিছু শেখার দেখছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ‘জুনিয়র, সিনিয়র দল নয়, সব জায়গা থেকেই শিখতে পারেন। তারা আমাদের এটা বুঝিয়েছে, কীভাবে বড় সাফল্য পেতে হয়।’

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি সবচেয়ে বড় সাফল্য। এই সাফল্যের পর আকবরদের লক্ষ্যই এখন জাতীয় দলের জার্সি পড়ে খেলা। জাতীয় দলে ঢোকার আগেই দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। এতে আশাবাদী টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ‘যারা এই দলে খেলেছে, তারা সাফল্য পেতে ভীষণ ক্ষুধার্ত ছিল। দুই বছর ধরে দলের সবাই একসঙ্গে ছিল। একজন আরেকজনকে জানা, ভালো যোগাযোগ, একে অপরের ওপর আস্থা রাখা, কাল যেভাবে একজন আরেকজনকে উৎসাহ দিচ্ছিল, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছিল, এসব ভালো ভালো দিক ছিল। এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এটির চেয়ে বড় অর্জন এই মুহূর্তে হতে পারে না। ওদের অভিনন্দন জানাতেই হয়। আশা করি এই বিশ্বকাপে খেলা ছয়-সাতজন খেলোয়াড় পাব আমরা, যারা বাংলাদেশ দলকে এগিয়ে নেবে ভবিষ্যতে।’

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner