
ঢাকা : আবেগে ভাসছে গোটা দেশ। বিশ্বচ্যাম্পিয়ন হতে কে না চায়! বিশ্বকাপ মানে তো নানান দেশ মিলে একটা বিশাল মঞ্চ। সেই মঞ্চে সবাই আলোকিত করতে চায়। জানান দিতে চায় নিজেদের। সেটা বড়দের বিশ্বকাপ হোক আর ছোটদের বিশ্বকাপ হোক। বাংলাদেশ ১৯৯৮ সাল থেকে যুব বিশ্বকাপ খেলছে। এই বিশ্বকাপের আগে কেবল একবারই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ, ২০১৬ সালে।
এবার অধরা স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের। যুবাদের বিশ্বকাপে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পড়ল। বাংলাদেশের ক্রিকেটে রচিত হলো নতুন ইতিহাস। সামাজিক যোগাযোগের মাধ্যমে যেন আবেগ খেলা করছে। সেই আবেগ ছুঁয়ে গেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও। তিনি জানিয়েছেন, তাঁর ক্রিকেট জনম এবার স্বার্থক হয়েছে।
মুশফিকুর রহিম সেমিফাইনালে ওঠার পরই যুবাদের অভিনন্দন জানিয়েছিলেন। ফাইনাল জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি ‘কোনো সংশয় ছাড়াই বলতে পারি বাংলাদেশের ক্রিকেটার হওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই ছেলেরা আমাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গর্বিত করেছে। সুপারস্টারদের অভিনন্দন।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এর আগে বাংলাদেশের বড় সাফল্য ছিল সেমিফাইনাল খেলা। ২০১৬ সালে সেই বিশ্বকাপে ঘরের মাঠে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ সেমিতে উঠেছিল। সেই সাফল্য এবার আকবররা ছাপিয়ে গেল না একেবারের শিরোপাটাই জিতে নিল। সেই মিরাজ লিখেছেন,‘ আমাদের ছেলেরা করে দেখিয়েছে! অভিনন্দন বাংলাদেশ।’
ভিডিও পোস্ট করে সৌম্য সরকার আনন্দ প্রকাশ করেছেন এভাবে,‘‘বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন!’ সাইফউদ্দিন লিখেছেন,‘ইয়েস! আমরা করে দেখিয়েছি! বাংলাদেশের তরুণ বাঘেদের অভিনন্দন। আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন!’
আগামীনিউজ/রবিউল/জাকিউল