1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাংলাদেশ-ভারত ফাইনাল বৃষ্টিতে ভাসলে?

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২০, ০১:১৫ পিএম বাংলাদেশ-ভারত ফাইনাল বৃষ্টিতে ভাসলে?
ছবি সংগৃহীত

ঢাকা : ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা ঘরে তুলতে কঠিন প্রতিপক্ষ ভারতকে মোকাবেলা করতে টাইগার যুবাদের। রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে শিরোপা যুদ্ধে অবতীর্ণ হবে বাংলাদেশ ও ভারতের যুবারা।

তবে যুবাদের এই ক্রিকেট মহাযুদ্ধ নিয়ে শঙ্কার কারণও আছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ।

পচেফস্ট্রুমের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিন বেশ জোরেশোরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। যেমনটা হয়েছে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার সে ম্যাচে কোনো রিজার্ভ ডে ছিলো না। তাই গ্রুপপর্বে বেশি পয়েন্টের সুবাদে তৃতীয় হয়েছে পাকিস্তান।

তবে ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও, খেলার সুযোগ থাকবে সোমবার। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য রিজার্ভ ডে’র ব্যবস্থা রেখেছে আইসিসি। কিন্তু বিপত্তি আছে এখানেও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবারে টানা বৃষ্টি না হলেও, থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক বেশি।

সেক্ষেত্রে যদি দুইদিনেও ফলাফল না আসে ফাইনাল ম্যাচে? তখন কী হবে শিরোপার ব্যাপারে সিদ্ধান্ত? কাদের হাতে উঠবে শিরোপা?- গ্রুপ পর্বের পয়েন্টের ভিত্তিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ফলাফল ঠিক করা হলেও, ফাইনাল ম্যাচে এসবের বালাই নেই।

যদি বৃষ্টির কারণে ম্যাচের দিন এবং পরে রিজার্ভ ডে’তেও ফলাফল না আসে, তাহলে শিরোপা ভাগাভাগি করবে দুই দল। শিরোপা নিষ্পত্তির ক্ষেত্রে সেমিফাইনাল পর্যন্ত খেলা ম্যাচগুলোর কোনো প্রভাব থাকবে না। হয় মাঠের খেলায় জিতে শিরোপা নেবে যেকোনো এক দল অথবা বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকেই।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner