ঢাকা : প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। ইতিহাস গড়ার ম্যাচে আগে ফিল্ডিংয়ে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চেপে ধরেছে বাংলাদেশের যুবারা। এরইমধ্যে কিউইদের চার উইকেটের পতন ঘটিয়েছে লাল সবুজ জার্সিধারীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী।
ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়েছে নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেয় শামীম হাসান। তার বলে তানজিদ হাসানের তালুবন্দি হওয়ার আগে ৫ বল থেকে মাত্র ১ রান সংগ্রহ করেন ওপেনার রাস মাইরু।
দলীয় ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। ওলি হোয়াইটকে আকবর আলির হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রকিবুল হাসান। বিদায়ের আগে ১৮ রান করেন এই নিউজিল্যান্ড ওপেনার।
বাংলাদেশতে তৃতীয় সাফল্য এনে দেয় শামিম হোসেন পাটোয়ারি। তার বলে শর্ট মিড উইকেটে মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়েন ফার্গুস লেলম্যান। সাজঘরে ফেরার আগে ৫০ বলে ২৪ রান করেন তিনি।
২৬তম ওভারের চতুর্থ নিজেদের চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ডের যুবারা। টাস্কফকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান হাসান মুরাদ। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে রয়েছে কিউই যুবারা।
এই প্রতিবেদন লিখার সময় ৩২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। নিকোলাস লেডিসটোন ২৮ এবং বেকহাম উহিলার গ্রেনাল ১৭ রানে ব্যাট করছে।
ক্রিকেটে কোনো বিশ্বকাপেই বাংলাদেশ ফাইনাল খেলতে পারেনি। এর আগে একবার যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। সব বিশ্বকাপ মিলিয়ে ওটাই বাংলাদেশের সেরা সাফল্য হয়ে আছে। ২০১৬ সালে ঘরের মাঠে সেবার মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। আকবর আলীর নেতৃত্বে এবার সেই লক্ষ্য ছাড়িয়ে যাবার পালা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ : আকবর আলি (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, শামিম হোসেন পাটোয়ারি, তানজিম হসান সাকিব, রকিবুল হাসান, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ একাদশ : জেসি টেসকফ (অধিনায়ক), রাস মাইরু, ওলি হোয়াইট, ফেরগুস লেমেন, নিকোলাস লেডিসটোন, বেকহাম উহিলার গ্রেনাল, কুইন সুন্ডি, আদিত্য অশোক, জয়ে ফিল্ড, ক্রিস্টিয়ান ক্লার্ক, ডেভিড হ্যানক।
আগামীনিউজ/জেডআই