1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফাইনাল নিশ্চিতের ম্যাচে ফিল্ডিং বেছে নিল যুবারা

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২০, ০১:৪৪ পিএম ফাইনাল নিশ্চিতের ম্যাচে ফিল্ডিং বেছে নিল যুবারা
ছবি সংগৃহীত

ঢাকা : প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে ফাইনালে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। আর সেটি হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে লাল সবুজ যুবারা।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। 

ক্রিকেটে কোনো বিশ্বকাপেই বাংলাদেশ ফাইনাল খেলতে পারেনি। এর আগে একবার যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। সব বিশ্বকাপ মিলিয়ে ওটাই বাংলাদেশের সেরা সাফল্য হয়ে আছে। ২০১৬ সালে ঘরের মাঠে সেবার মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। আকবর আলীর নেতৃত্বে এবার সেই লক্ষ্য ছাড়িয়ে যাবার পালা।

আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। আর সেটি হলে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস রচিত হবে। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে জয় পাওয়া বাংলাদেশ সেমিতেও ভালো করবে-এমন প্রত্যাশা অনেকেরই। গোটা বাংলাদেশই তাকিয়ে থাকবে যুবাদের দিকে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ : আকবর আলি (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, শামিম হোসেন পাটোয়ারি, তানজিম হসান সাকিব, রকিবুল হাসান, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ একাদশ : জেসি টেসকফ (অধিনায়ক), রাস মাইরু, ওলি হোয়াইট, ফেরগুস লেমেন, নিকোলাস লেডিসটোন, বেকহাম উহিলার গ্রেনাল, কুইন সুন্ডি, আদিত্য অশোক, জয়ে ফিল্ড, ক্রিস্টিয়ান ক্লার্ক, ডেভিড হ্যানক। 

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner