1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সন্ধ্যায় দোহা হয়ে পাকিস্তান যাচ্ছেন মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২০, ০৯:২০ এএম সন্ধ্যায় দোহা হয়ে পাকিস্তান যাচ্ছেন মুমিনুলরা
ছবি: সংগৃহীত

ঢাকা : রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকিস্তানে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। এবার অবশ্য সরাসরি ফ্লাইট নয়, বাংলাদেশ যাচ্ছে দোহা হয়ে। প্রথম দফায় বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছিল ভাড়া করা বিমানে। যাওয়া-আসা মিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) গুনতে হয়েছিল ১ কোটি ২৭ লাখ টাকা।

এবার বাংলাদেশের ভ্রমণটা দীর্ঘ হবে। তারপর রাওয়ালপিন্ডিতে এক দিনের অনুশীলন করবে মুমিনুল-তামিমরা। দীর্ঘ ভ্রমণক্লান্তি নিয়েও তাদের ভাবতে হচ্ছে।

শুধু এই বিষয়টি নয়, বাংলাদেশের যে উইকেট-কন্ডিশনে খেলেছেন ক্রিকেটাররা, রাওয়ালপিন্ডিতে সেটি হবে না, দলের কোচ রাসেল ডমিঙ্গো আগেই জানিয়ে রাখলেন, ‘এখানে যে উইকেটে খেলোয়াড়েরা খেলেছে, তেমন গতি-বাউন্স ছিল না। রাওয়ালপিন্ডিতে গতি-বাউন্স থাকবে। এটা বড় চ্যালেঞ্জই হতে যাচ্ছে।’

এক দিন আগে গিয়ে প্রতিপক্ষের মাঠে টেস্টে ভালো করা আসলেই কঠিন। অধিনায়ক মুমিনুল হক এ সফরটাকে একটা যুদ্ধ হিসেবেই দেখছেন, ‘এটা আমাদের হাতে নেই। এটা নিয়ে মন্তব্য করাও কঠিন। যেহেতু হাতে নেই, এটা আবহাওয়ার মতোই ব্যাপার, নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেটা হাতে আছে আমাদের সেটা নিয়ে যেতে হবে। যুদ্ধে যাওয়ার আগে কখনো কখনো কিছু করার থাকে না। এ পরিস্থিতিতে দলের সবাই যে যেভাবে মানিয়ে নিতে পারে, সেটাই চেষ্টা করি আরকি! আগে থেকে এ রকম নেতিবাচক চিন্তা না করে আমার মনে হয় যা সম্বল আছে, তা নিয়ে এগিয়ে যাওয়াই ভালো।’

আগামীনিউজ/আরবি/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner