ঢাকা : জিততে হলে চতুর্থ ইনিংসে করতে হতো ৪৫৪ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের তৃতীয় দিন শেষে উত্তরাঞ্চল বিনা উইকেটে ২২ রান তুলেছিল। জয়ের জন্য বাকি রান করতে হতো চতুর্থ দিনে। কিন্তু উত্তরাঞ্চল সেই অসম্ভব লক্ষ্য তাড়া করার পথে হাঁটেনি। বরং তারা ড্রকেই লক্ষ্য বানিয়ে এগিয়েছে। শেষ অবধি উত্তরাঞ্চল ৪ উইকেটে ২৭৮ রান তুলতে পেরেছে। ফলে ম্যাচটি ফলাফল ছাড়াই নিষ্পত্তি হয়েছে।
চতুর্থ ইনিংসে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েয়েছেন লিটন দাস। তিনি ১৬৮ বলে ১০৩ রানে অপরাজিত ছিলেন। নয় চারের বিপরীতে ছক্কা মেরেছেন দুটি। ফিফটি পেয়েছেন জুনায়েদ সিদ্দিকী। তাঁর ব্যাট থেকে এসেছে ১২৭ বলে ৬১। চার মেরেছেন আটটি। ৬৬ রানে ২ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।
উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল ড্র হওয়া ম্যাচে বড় প্রাপ্তি পাঁচ সেঞ্চুরি। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল অলআউট হওয়ার আগে তুলেছিল ২৬২ রান। সেঞ্চুরি করেছিলেন ফজলে রাব্বি (১২৫)। জবাবে ২০৭ রানেই গুটিয়ে যায় উত্তরাঞ্চল। সর্বোচ্চ অপরাজিত ৫৮ রান করেন আরিফুল হক। ৪০ রানে ৬ উইকেট নিয়েছেন শফিউল ইসলাম।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৯৮ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। সেঞ্চুরির দেখা পান শাহরিয়ার নাফীস (১১১), শামসুর রহমান (১০৯) এবং মাহমুদউল্লাহ (১০০*)।
আগামীনিউজ/আরবি/জেডআই