
ঢাকা : পাকিস্তান সফরে মুশফিকুর রহিম যাবেন না সেটা আগেই জানিয়ে দিয়েছেন। সবশেষ ভারত সফরে টেস্ট সিরিজে গোটা দল ব্যর্থ হলেও তিনি দারুন খেলেছিলেন। মুশফিককে না পেয়ে বাংলাদেশের হা-হুতাশ বেড়েছে। কারণ টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহর দল অসহায় আত্মসমর্পণ করেছে। ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্ট। তার আগে প্রশ্ন উঠেছে কে সামলাবেন বাংলাদেশ দলের মিডল অর্ডার?
পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক বাংলাদেশের ব্যাটিং লাইনআপ সম্পর্কে আগে থেকে ধারণা নিয়ে একজন অফস্পিনারকে দলে নিয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো যে দল দিয়েছেন তাতে বাঁহাতির তুলনায় ডানহাতি ব্যাটসম্যানের আধিক্যই বেশি।
পাকিস্তান সফরে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জানিয়ে দিলেন কে, কোথায় ব্যাট করতে পারেন, ‘এই মুহূর্তে মুমিনুল (চারে)। আমি শান্তকে ম্যাচে খেলাতে চাই। সে হয়তো তিনে খেলবে। মিঠুন ও মাহমুদউল্লাহ পাঁচ ও ছয়ে। এরপর লিটন হয়তো সাত নম্বরে। এটাই হতে পারে রাওয়ালপিন্ডি টেস্টের ব্যাটিং লাইন আপ।’
দীর্ঘসময় পর টেস্ট দলে ফেরা তামিম ইকবালের সঙ্গী হতে পারেন সাইফ হাসান। এছাড়া ব্যাটিং অর্ডারের সবাই ফর্মে থাকায় সন্তুষ্ট ডমিঙ্গো। তামিম ইকবাল, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ ও লিটন দাস-সবাই রান পেয়েছেন বিসিএলের প্রথম রাউন্ডে।
আগামীনিউজ/আরবি/জেডআই