
ঢাকা: জয় পেতে শ্রীলঙ্কাকে করতে হতো ৩৬১ রান। কিন্তু দ্বীপরাষ্ট্রটি জয়ের পথে না হেঁটে ড্রকেই প্রাধান্য দিয়েছে। শ্রীলঙ্কা ৩ উইকেটে ২০৪ রান তোলার পর ম্যাচটি ড্র হয়ে যায়। প্রথম টেস্ট জেতার সুবাদে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) হারারে স্পোর্টস ক্লাব মাঠে লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানেই অধিনায়ক দিমুথ করুণারত্নেকে (১২) হারায় শ্রীলঙ্কা। ১০৭ রানে সিকান্দার রাজার বলে এলবিডব্লু হন ওশাদা ফার্নান্দো (১০৮ বলে ৪৭)। অ্যাঞ্জেলো ম্যাথিউজও ভরসা দিতে পারেননি। সাবেক লঙ্কান অধিনায়ক ফিরেছেন ১৩ রান করে।
এরপর শ্রীলঙ্কার আর কোনো উইকেট ফেলতে পারেনি জিম্বাবুয়ে। শেষ অবধি ১১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কুশল মেন্ডিস। ২৩৩ বলে খেলা তাঁর এই ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। দিনেশ চাণ্ডিমাল অপরাজিত ছিলেন ১৩ রানে।
আগের দিনের ৭ উইকেটে করা ২৪১ রানের সঙ্গে ৬ রান যোগ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ৪০৬ রানে অলআউট হয়েছিল। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করতে পেরেছিল ২৯৩ রান। নিজেদের দ্বিতীয় ইনিংস ৭ উইকেটে ২৪৭ রানে ঘোষণা করে জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হয়েছেন সিকান্দার রাজা। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
আগামীনিউজ/আরবি/জেডআই