1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কী নিয়ে বৈঠক হলো মাশরাফী-ডমিঙ্গোর?

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২০, ০৮:৪৯ পিএম কী নিয়ে বৈঠক হলো মাশরাফী-ডমিঙ্গোর?
ফাইল ছবি

ঢাকা : বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে মাশরাফী বিন মোর্ত্তজা বিশ্বকাপজুড়ে হতাশাজনক পারফরম্যান্সের জেরে নড়াইল এক্সপ্রেসকে নিয়ে ফিঁসফাঁস শুরু হয়েছিল। কবে মাশরাফী অবসর নিচ্ছেন? সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে নানারকম কথা হয়েছে। কিন্তু যাকে নিয়ে কথা সেই মাশরাফী কোনো মন্তব্য করেননি। 

বিপিএল চলাকালিন একাধিকবার বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফীর অবসর নিয়ে কথা উঠেছে সংবাদ সম্মেলনে। এসব প্রশ্নের উত্তরও দিয়ে গেছেন নড়াইল এক্সপ্রেস। সাফ জানিয়ে দিয়েছেন, এখনো খেলাটা তিনি উপভোগ করছেন। মাশরাফী এও জানিয়েছেন, খেলার জন্য ‍শুধু আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে এর কোনো মানে নেই। ঘরোয়া ক্রিকেটও তিনি উপভোগ করেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচ। এই ম্যাচ চলার সময়ই দেখা গেল মাশরাফীর। 

জানা গেছে, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে বৈঠক করেছেন। আর অনানুষ্ঠানিক বৈঠকটি তিনি সেরেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের কক্ষে। মাশরাফীর সঙ্গে কী কথা হলো? বৈঠক থেকে বেরিয়ে ডমিঙ্গো বললেন, ‘মাশরাফীর সঙ্গে প্রথমবার দেখা হলো। এর আগে তো ওর সঙ্গে কথা হয়নি। কিছুক্ষণ কথা হলো এই যা। বিশেষ কিছু না।’

বিশ্বকাপের পর স্বেচ্ছা বিরতিতে আছেন মাশরাফী। শ্রীলঙ্কা সফরে খেলার কথা থাকলেও চোটের কারণে সেখানে যেতে পারেননি। দীর্ঘ বিরতির পর মাশরাফী ফিরেছেন বিপিএলে। সেখানে মন্দ করেননি। তাঁর দল ঢাকা প্লাটুন প্লে-অফে জায়গা করে নিয়েছিল। এলিমিনেটরের সেই ম্যাচে হাতে চোট পান মাশরাফী। সব ঠিক থাকলে মার্চে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন নড়াইল এক্সপ্রেস। 

আগামীনিউজ/আরবি/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner