1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাকিবকে অনুসরণ করে সফল রাকিবুল

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২০, ০৫:১৭ পিএম সাকিবকে অনুসরণ করে সফল রাকিবুল
ছবি সংগৃহীত

ঢাকা : এবারের যুব বিশ্বকাপে দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে চলেছে বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজ জার্সিধারীরা। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে জয়ের নায়ক বনে গেছেন রাকিবুল হাসান। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে এই তরুণ স্পিনার জানালেন তার সাফল্যের রহস্য। 

টুর্নামেন্টে এখন পর্যন্ত দশ উইকেট শিকার করা রাকিবুল অনুসরণ করেন সাকিব আল হাসানকে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার কোনো রোল মডেল নেই। তবে আমি সাকিব আল হাসানকে অনুসরণ করি। তিনি বাংলাদেশের একজন কিংবদন্তি। তিনি ব্যাটসম্যানের মনের কথা কীভাবে পড়ে ফেলেন, উইকেট কীভাবে ব্যবহার করেন- এসব বিষয় অনুসরণ করি। গত এক বছরে আমি এসব পরিশ্রমই করেছি।’

এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে দর্শকখরার মাঝেও অল্প কিছু সমর্থক আসায় অনুপ্রেরণা পেয়েছেন বলেও জানান তিনি, ‘দর্শকরা জেতার জন্য সবসময়ই বড় প্রেরণা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওদের মাটিতে খেলেছি, যে কয়জনই আমাদের জন্য সমর্থন করেছেন এটা আমাদের অনেক সহায়তা করেছে। ওদের মাঠে, ওদের সামনে আমাদের কিছু দর্শক আছেন, এটা আমাদের জন্য বড় কিছু।’

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner