1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শামি বিশ্বসেরা পেসার, বলছেন এই পাকিস্তানি

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২০, ০৫:০৪ পিএম শামি বিশ্বসেরা পেসার, বলছেন এই পাকিস্তানি
ছবি সংগৃহীত

ঢাকা : নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং করে প্রশংসায় ভাসছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। শুধু প্রশংসাই নয়, শামিকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসাবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিড ষ্টার শোয়েব আকতার।

গেল বুধবার হ্যামিল্টনে ভারতের দেয়া টার্গেট তাড়া করতে নেমে শেষ চার বলে নিউজিল্যান্ডের দরকার ছিল মাত্র ২ রান। কিন্তু মোহাম্মদ শামির অবিশ্বাস্য বোলিংয়ে টাই করে ভারত। শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচে দুর্দান্ত বোলিং নজর কেড়েছে শোয়েব আকতারের।   

নিজের ইউটিউব চ্যানেলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, ‘প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিল টেইলর। আমি ভেবেছিলাম, ম্যাচ এখানেই শেষ। আর এখানেই শামির অভিজ্ঞতা কাজে এসেছিল। উইকেটে শিশির পড়েছে, এটা ও উপলব্ধি করেছিল। যার ফলে লেংথ বল স্কিড করবে বুঝতে পেরেছিল। ও প্রচণ্ড বুদ্ধিমান বোলার। এই সিরিজে ভারতের আবিষ্কার হলো শামি। এই মুহূর্তে সে বিশ্বের সেরা পেসার। যে পরিস্থিতিতেই বল করতে হোক না কেন, ও সফল হয়। সেটা বিশ্বকাপেই হোক বা নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচ হোক। শামি ভীষণ স্মার্ট বোলার। যখন বুঝেছে যে ইয়র্কারে কাজ হবে না, সঙ্গে সঙ্গে সে লেংথ বল ও বাউন্সার দিয়েছে।’

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner