1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

তানজিদের সৌজন্যে বড় স্কোরের পথে যুবারা

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ০৫:০১ পিএম তানজিদের সৌজন্যে বড় স্কোরের পথে যুবারা
ছবি সংগৃহীত

ঢাকা : যুব বিশ্বকাপে বাংলাদেশ গিয়েছে এবার বড় স্বপ্ন নিয়ে। দেশ ছাড়ার আগে আকবর আলী বলে গিয়েছিলেন তাদের চোখ ফাইনালে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল এ প্রতিবেদন লেখার সময় ৩৭.৪ ওভারে ৩ উইকেটে ১৭১ রান তুলেছে। তৌহিদ হৃদয় ৩৬ ও শাহাদাত হোসেন ২১ রান নিয়ে ব্যাট করছেন। 

ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুন শুরু এনে দেন  দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৬০ রান। ফিফটি তুলে নেওয়া তানজীদের দারুণ ইনিংস অবশ্য শেষ হয়েছে ৮০ রানে। ৮৪ বলের ইনিংসে ১২টি চার ছিল তাঁর। 

১২.১ ওভারে ফেকো মোলেৎসানের বলে এলবিডব্লু হন পারভেজ হোসেন। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৪০ বলে ১৭ রান। তবে উইকেটের অপরপ্রান্তে তানজীদ দারুণ খেলছেন। দলীয় ৭৩ রানের মাথায় খুমালোর দারুণ এক সরাসরি থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন মাহমুদুল হাসান। তিনি ফিরেছেন ৩ রানে।

গ্রুপপর্বে বাংলাদেশ খেলেছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে গ্রুপসেরা হয়েছে বাংলাদেশই। 

আগামীনিউজ/আরবি/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner