1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অলিম্পিক বাছাইয়ে উড়ছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০, ০১:০২ পিএম অলিম্পিক বাছাইয়ে উড়ছে ব্রাজিল
ছবি সংগৃহীত

ঢাকা : পেরু ও উরুগুয়ের পর বলিভিয়াকেও উড়িয়ে দিয়েছে ব্রাজিল। অলিম্পিক বাছাইয়ে প্রথম পর্বের ম্যাচে বলিভিয়াকে ৫-৩ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে নেইমারের উত্তরসূরিরা। 

ব্রাজিলের পক্ষে একটি করে গোল করেন অ্যান্থনি, ম্যাথিউস কুনহা, গুগা, রেনিয়ের জেসুস ও পেপে। কম যায়নি বলিভিয়াও। ভিক্টর আব্রেগো ও সেবাস্তিয়ান রেয়েস মিলে দুটি গোল পরিশোধ করেন।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। পউলিনহোর দারুণ এক পাস থেকে ম্যাচে ব্রাজিলকে প্রথম গোল পাইয়ে দেন অ্যান্থনি। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথিউস কুনহা। দুই গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় বলিভিয়া। সেই ধারে ২০ মিনিটে একটি গোল শোধ করে তারা। কিন্তু বিরতির আগে আবারো গোল পায় ব্রাজিল। ব্রাজিলের ডিফেন্ডার গুগা গোলটি করেন।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে চতুর্থ গোল পায় ব্রাজিল। পউলিনহোর পাস থেকে এই গোলটি করেন উদীয়মান মিডফিল্ডার রেনিয়ের জেসুস। প্রথম দুই গোল হজমের পর একটি গোল শোধ করে বলিভিয়া। ম্যাচের ৭২ মিনিটে ভিক্টর আব্রেগো বলিভিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন। এর সাত মিনিট পর ডিফেন্ডার সেবাস্তিয়ান রেয়েস গোল করলে জমে ওঠে ম্যাচ। 

তবে বলিভিয়া আর কোনো গোলের দেখা না পেলেও লাল কার্ডের দেখা মেলে। ৮৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বলিভিয়ার স্ট্রাইকার হেনরি ভাকা। ১০ জনের বলিভিয়ার বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেপে। এতে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। অলিম্পিক বাছাই পর্বে ব্রাজিলের পরের ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। 

আগামীনিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner