1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাকিবের শূন্যস্থান পূরণ করলেন কুক

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০, ০৯:০৪ এএম সাকিবের শূন্যস্থান পূরণ করলেন কুক

ঢাকা : আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পরপরই মেরিলিবোন ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছিলেন সাকিব আল হাসান। এর প্রায় তিন মাস পর বিশ্বসেরা অলরাউন্ডারের পড়ে থাকা শূন্যস্থান পূরণ করেছে এমসিসি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুককে নেয়া হয়েছে সাকিবের জায়গায়। 

শুধু সাকিবই নন, সরে দাঁড়ানো আরেক সদস্য ইয়ান বিশপের বিকল্প হিসেবে বেছে নেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিটকে। ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির অন্য তিন সদস্য অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন, ওয়ার্নের সতীর্থ রিকি পন্টিং ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এই কমিটির চেয়ারম্যান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং।

নতুন দুই সদস্যকে নিয়ে উচ্ছ্বসিত মাইক গ্যাটিং। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘স্যার অ্যালিস্টার কুক ও রিকি স্কেরিট এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগদানের অনুরোধ গ্রহণ করায় আমি দারুণ রোমাঞ্চিত।’

সাকিব ২০০৭ সালে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগ দিয়েছিলেন। এরপর নিয়মিতই কমিটির সভায় যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি বছরে দুবার বিভিন্ন বিষয়ে সভা করে। কমিটির পরবর্তী সভা আগামী মার্চে শ্রীলঙ্কায়। এই সভাতেই সাকিবের জায়গায় দেখা মিলবে কুকের। 

আগামীনিউজ/আরবি/এমআর/ এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner