1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লকডাউনের রম্য: উফফ যা লোভ বেড়েছে ওর

প্রভাত আহমেদ প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০, ০১:০৮ পিএম লকডাউনের রম্য: উফফ যা লোভ বেড়েছে ওর

ঢাকাঃ ঘরবন্দি হয়ে থাকার জন্যই কি না কে জানে আমার লোভ সাংঘাতিক বেড়ে গেছে। ঘরে খাবার অপ্রতুল অথচ মনটা সর্বক্ষণ 'কী খাই কী খাই' করছে।

এই আজই যেমন। আমার চান হয়ে গেছে। বউ চান করতে গেছে। এই সময় মনটা 'খাইখাই' করে উঠল। অথচ আর একটু পরেই ভাত খাব। এখন কিছু খাওয়ার কোনও দরকারই নেই।

রান্নাঘরে গিয়ে জিনিসপত্র হাঁটকানো শুরু করলাম। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। বেশ বড় এক টুকরো আমসত্ত্ব। আহা! জিভে সুড়ুৎ করে জল চলে এল। ঘরে নিয়ে এসে টিভি দেখতে দেখতে আয়েশ করে খেলাম।


বউ আরও কিছুটা পরে বাথরুম থেকে বেরিয়ে বলল, 'তোমাকে কি এক্ষুনি খেতে দিয়ে দেব? আমার একটু কাজ আছে আমি পরে খাব।'

আমি বললাম, 'না না, কোনো তাড়া নেই। তোমার হাতের কাজ সেরে নাও। তারপর একসঙ্গে খাব। আরে এখন খিদে-টিদেকে একটুও গুরুত্ব দেওয়া উচিত নয়, তাই না?'

বউ বলল, 'বলো কী? উফ্ ভাবা যায় না!'

একটু পরে রান্নাঘর থেকে বউ চেঁচাল, 'আচ্ছা তুমি কি আমসত্ত্বটা দেখেছ? অতটা আমসত্ত্ব কী হলো?'

খেয়েছি বলে দিলেই ল্যাঠা চুকে যেত, কিন্তু হেব্বি লজ্জা করল। চুরি করে খেয়েছি বলতে পারলাম না। উল্টে রান্নাঘরে গিয়ে আকাশ থেকে পড়লাম, 'আমি? আমসত্ত্ব? কই না তো!'

বউ বলল, 'চানাচুরের কৌটোর পাশে রাখা ছিল, তাহলে কোথায় গেল?'

আমি বললাম, 'তোমার বাবা কাল এসেছিলেন, তাকে একবার রান্নাঘরে ঢুকতেও দেখেছিলাম। তিনিই হয়তো লোভ সামলাতে পারেননি, খেয়ে নিয়েছেন! উফফ যা লোভ বেড়েছে ওর!'

বউ আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, 'আমসত্ত্বটা আজই আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম।'

আমি মাথা চুলকে বললাম, 'তাহলে ইঁদুরেই হয়তো খেয়ে নিয়েছে।'

বউ বলল, 'হতে পারে। ইঁদুর যা বেড়েছে রান্নাঘরে! কবেকার আমসত্ত্ব ফ্রিজের এক কোণে পড়েছিল। ওদের মারার জন্যই ওতে বিষ দিয়ে রেখেছিলাম।'

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner