ঢাকাঃ কথিত আছে, তাজমহল বানানো সমাপ্ত হলে সম্রাট শাহজাহান তাঁর সৈন্যদের বলেন তাজমহলের রাজমিস্ত্রিদের হাতের আঙুল কেটে দিয়েছিলেন, যাতে তারা তাজমহলের আদলে কিছু তৈরি না করতে পারে। অনেকেই এই ঘটনাটি বিশ্বাস করেন। কিন্তু আসলেই কি এমন কিছু ঘটেছিল?
এ ঘটনার সত্যতা যাচাই করতে গেলে জানা যায়, মুঘল সম্রাট তাঁর বিশাল রাজমিস্ত্রি ও কারিগর বহরের বাসস্থানের জন্য তৈরি করে দিয়েছিলেন তাজ গঞ্জ। যেখানে এখনও দেখা মেলে তাজমহলের কারিগরদের বংশধরদের। এছাড়াও তাজমহল বানানো শেষে তাঁর কারিগরেরা কাজে লেগে পড়ে পুরো এক নতুন শহর নির্মাণের কাজে। দিল্লির শাহজানাবাদ শহর নির্মাণের জন্য শাহজাহানের পুনরায় এত কম সময়ে এত বিশাল রাজমিস্ত্রি ও কারিগর দলের খোঁজ করা ছিল অসম্ভব।
অর্থাৎ, সম্রাট শাহজাহান তাজমহলের রাজমিস্ত্রিদের আঙুল কেটে দিয়েছেন এমন কথা যে অমূলক তা বোঝা খুব কঠিন নয়।
আগামীনিউজ/প্রভাত