1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজধানীতে মধ্যরাতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২১, ২০২৩, ১০:১৫ এএম রাজধানীতে মধ্যরাতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
অলিউল্লাহ রুবেল। ছবি : সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল (৩৬) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

অলিউল্লাহ রুবেল (৩৬) শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ নবীউল্লাহর সন্তান। তিনি শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে যুবলীগের রাজনীতি করলেও কোনো পদে ছিলেন না। একই সঙ্গে ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন তিনি। পরিবার নিয়ে তিনি গুলবাগের জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া মামুন জানান, মোহাম্মদ অলিউল্লাহ ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এবং বর্তমানে যুবলীগ করেন। তার স্ত্রী তানজিলা কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য। রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জাননো হয়েছে।

শাহজাহানপুর থানার (ওসি) মো. ফারুকুল আলম জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner