1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ডেমরায় ক্রেন ছিঁড়ে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৪:১৫ পিএম ডেমরায় ক্রেন ছিঁড়ে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকাঃ রাজধানীর ডেমরা থানার সারুলিয়া মহাকাশ এলাকায় সাততলা ভবনে ছাদ ঢালাইয়ের সময় ক্রেন ছিঁড়ে শ্রমিকদের ওপর পড়েছে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— জাফর মিয়া (৫০), মিজান মিয়া (৩২) ও মোস্তফা (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে নির্মাণাধীন ভবনের সাততলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ঢালাইয়ের মাল ক্রেন দিয়ে তোলার সময় সেটি ছিঁড়ে নিচে শ্রমিকদের উপর পড়ে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিক মারা যান। আহত এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। শুনেছি আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।

এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner