1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

স্বামীকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০২:৪১ পিএম স্বামীকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ
ফাইল ছবি

ঢাকাঃ রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজারে পারিবারিক কলহের জেরে স্ত্রীর দায়ের কোপে শামীম মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ৯৯৯-এ ফোন করে স্ত্রী বানু বেগম (৩১) আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার (২২ জুন) ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর থানা সংলগ্ন রায়েরবাজার সাদেক খান রোডের লিটনের বাড়ি নামে একটি ৩ তলা ভবনের নিচ তলা থেকে বানু বেগম নামে একজন ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, তিনি তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছেন, এখন তিনি আত্মসমর্পণ করতে চান। এ অবস্থায় ওই নারী দ্রুত পুলিশ টিম পাঠানোর কথা বলেন।

৯৯৯ এর কলটেকার কনস্টেবল তানভীর ফোন রিসিভ করেন। তানভীর তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শামীম মিয়ার মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় শামীম মিয়ার মরদেহ। ঘটনাস্থল থেকে হত্যার অভিযোগে বানু বেগমকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বানু বেগম জানান, নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী তিনি। দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য তার স্বামী তাকে প্রায়ই মারধর করতেন। অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

মোহাম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. কামরুল ইসলাম ৯৯৯- এ ঘটনাটি নিশ্চিত করেন। এ সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner