1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মিরপুরে এসির লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০২:০২ পিএম মিরপুরে এসির লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ২
ফাইল ছবি

ঢাকাঃ রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পূর্ব ইমামনগর এলাকার একটি বাসায় এসির লিকেজ থেকে বিস্ফোরণে হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৪) নামে দুইজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম বলেন, এসিতে আমাদের সমস্যা ছিল মিস্ত্রি সেটি ঠিক করতে পারেনি। ভোর রাতে মশার কয়েল জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে আমার স্ত্রী ও পাশের ভাড়াটিয়া আরিয়ান দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, মিরপুর থেকে দগ্ধ দুজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে আর আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়। তাদের দুইজনের অবস্থাই আশংকাজনক। তাদের দুজনকেই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner