1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

গাড়ির ধাক্কায় পাঠাও চালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ১০:৪১ এএম গাড়ির ধাক্কায় পাঠাও চালকের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর ডেমড়া আমুলিয়া এলাকায় তেলের লড়ির ধাক্কায় হুমায়ুন (৩৪) নামে এক পাঠাও চালক  নিহত হয়েছেন। এ ঘটনায় পাঠাও এর যাত্রী শফিউর রহমান (৩২) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আহত শফিউর রহমান বলেন, ‘আমি বারিধারা ডিওএইচএস প্যাশন সোর্সিং লিমিটেডে মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করি। অফিস শেষে রামপুরা থেকে পাঠাওতে করে বাসায় ফিরছিলাম। আমুলিয়া এলাকায় পৌঁছালে তেলবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতো আমরা দুজনেই গুরুতর আহত হই। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আমাদের   ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। রাত ১০টার দিকে কর্তব‌্যরত চিকিৎসক মোহাম্মদ হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।’ 

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মোহাম্মদ হুমায়ুনের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় পাওয়া যায়। তার বাসা শ্যামপুরের গেন্ডারিয়া এলাকায়। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানায় জানানো হয়েছে।’

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner