1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ১২:২৪ পিএম শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
কাস্টমস কর্মকর্তারা

ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগেজের মধ্যে থাকা ২টি বড় হাতুড়ির মধ্যে লুকানো ৪৪টি গোল্ড বারসহ মোট ৫ কেজি ১৮০ গ্রাম স্বর্ণসহ প্রবাসী আতাউর রহমানকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। 

স্বর্ণসহ ওই যাত্রীকে বুধবার সকালে আটক করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবির।

আটক ব্যক্তি হবিগঞ্জের বাসিন্দা আতাউর রহমান। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছেন।

কাস্টমস কর্মকর্তা সানোয়ারুল কবির জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হতে আসা আতাউর রহমানের ব্যাগেজগুলো স্ক্যানিং করে দুইটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্বের দেখা যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগেজে থাকা হ্যামার কেটে ঘোষণা বহির্ভূত ৪৪টি গোল্ড বার এবং যাত্রীর প্যান্টের ভেতর থেকে স্বর্ণালংকারসহ মোট ৫ দশমিক ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি চল্লিশ লাখ টাকা বলেও দাবি করেন এই কর্মকর্তা।

আতাউর রহমানের বিরুদ্ধে কাস্টমস আইন ও ফোজদারি আইনে মামলার প্রস্তুতি চলছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner