1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০২:৫২ পিএম বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে অবস্থিত এমিকনের ছয়তলা বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে। এছাড়া বিমানবাহিনীর পানিবাহী দুটি গাড়ি ঘটনাস্থলে আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভবনটিতে এমিকন খেলাধুলার উপহারসামগ্রীর বিভিন্ন ক্রেস্ট তৈরি করা হতো। যেগুলোতে আগুন লাগায় ভেতর থেকে বিপুল পরিমাণ ধোঁয়া বের হতে থাকে। এছাড়া গোডাউনের নিচেই ছিল বেসরকারি আনন্দ টেলিভিশনের অফিস। তবে ওই গোডাউনে মেটালের সঙ্গে দাহ্য পদার্থ বা ক্যামিকেল ছিল। এ কারণে আগুন দীর্ঘক্ষণ জ্বলতে থাকে।

ফায়ার সার্ভিসের ঢাকা মেট্রোর উপ-পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স দেবাশীষ বর্ধন বলেন, দুপুর ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ। ভেতরে সলিউশন, কাঠ, পিতল এবং অনেক দাহ্য পদার্থ রয়েছে। যার কারণে প্রচুর হিট এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ‌্য, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টায় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের এক ছয়তলা ভবনে আগুন লাগে। এসময় ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা হুড়োহুড়ি করে বের হয়ে আসেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner