1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সূত্রাপুরে হেলে পড়েছে ছয় তলা ভবন

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ১১:৫২ পিএম সূত্রাপুরে হেলে পড়েছে ছয় তলা ভবন
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ পুরান ঢাকার সূত্রাপুরে একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে ভবনটি সিলগালা করে দেওয়া হয়। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সূত্রাপুরের কুলুটোলা এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনের ‘হাজীবাড়ি এতোটুকু বাসা’ নামের ভবনটি হেলে পড়ে। এসময় ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বাসিন্দাদের দ্রুত ভবন থেকে নামিয়ে আনা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
খোঁজ নিয়ে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ছয় তলা ভবনটি পুরনো। ছয়টি পরিবারের বাস। ভবনটির পাশে একটি চারতলা ভবন রয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। এ কারণে ওই ভবনের বাসিন্দাদেরও ভবন থেকে বাইরে বের করে আনা হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার পর সেটি সিলগালা করে দেওয়া হয়। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner