1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মানুষের ভিড় বেড়েছে, সড়কে রিকশার দাপট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৪, ২০২১, ০১:১৭ পিএম মানুষের ভিড় বেড়েছে, সড়কে রিকশার দাপট
ছবি: সংগৃহীত

ঢাকাঃ কঠোর লকডাউনের চতুর্থ দিন আজ রবিবার (৪ জুলাই) রাজধানীর সড়কে মানুষ এবং যানবাহনের চলাচল কয়েক গুণ বেড়েছে। রবিবার হওয়ায় অনেক বেসরকারি প্রতিষ্ঠানে এবং ব্যবসা প্রতিষ্ঠান অফিস খোলা থাকায় লোকজনকে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তায় বের হতে হয়েছে। বাজারগুলোতেও ছিলো উপচেপড়া ভিড়।

রাজধানীর গাবতলী পুলিশ চেকপোস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা মধ্য দিয়েই লোকজন চলাচল করছে। কঠোর লকডাউন শুরু গত তিন দিনের চেয়ে আজ যানবাহন ও মানুষের চলাচল কিছুটা বেশি বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন। চেকপোস্টে পুলিশ তাদের প্রত্যেককেই বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে। তবে লোকজন নানান অজুহাত দেখিয়ে ঢাকায় ঢুকতে এবং বের হতে চেষ্টা করছে। ডকুমেন্টস দেখতে চাইলে তারা ধরা পড়ে যাচ্ছে পুলিশের কাছে। তখন তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। রাজধানীর বাবুবাজার ব্রিজ হয়েও রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ায় মানুষ ও রিকশা চলাচল রবিবার সকাল থেকেই একটু বেশি। কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর থেকে ঢাকায় মানুষের প্রবেশ গত কয়েক দিনের তুলনায় আজ বেশি রয়েছে। স্থানীয় পর্যায়ে ছোট ছোট শিল্প কারখানা লোকজন কাজে যোগ দিতে বাসা থেকে বের হয়েছে। আবার অন্যদিকে সোয়ারীঘাট, শ্যামবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে যেতে দেখা গেছে।

রাজধানীর পাইকারি ও খুচরা কাঁচাবাজার গুলোতে আজ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রাবাড়ীর পাইকারি বাজারে ভিড়ের কারণে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সকাল থেকে খারাপ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করি পাইকারি ও খুচরা ক্রেতা-বিক্রেতারা বাজারে আসতে শুরু করে। গাদাগাদি করে গায়ে গায়ে লেগে তারা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে। রাজধানীর কারওয়ানবাজারে আজ অন্যান্য দিনের তুলনায় মানুষের ব্যাপক ভিড় হয়েছে। ভিড় হয়েছে রায়বাজার বেরিবাঁধ সংলগ্ন সাদেক খান পাইকারি মার্কেটে। জানা গেছে কঠোর বিশেষ বিধি-নিষেধ শুরুর আগে যারা বেশি করে বাজার করেছিলেন তা গত চার দিনে শেষ হয়ে গেছে। কারণে আজ আবার লোকজন বাজার করতে বের হয়েছে। সঙ্গে বেশি লোক বের হওয়ার কারণে বাজারে উপচে পড়া ভিড়।

এদিকে লকডাউন কার্যকরে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা রাস্তায় দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সড়কে টহল দিতে এবং লোকজনকে চেকপোস্টের জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে আইনগত ব্যবস্থা ও নেয়া হচ্ছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। তারপরেও লোকজনকে ঘরে রাখা যাচ্ছে না। নানান অজুহাতে লোকজন বাইরে বের হয়ে আসছে বলে পুলিশ সদস্য আরিফুর রহমান জানান। তিনি আরো জানান, গত কয়েক দিনের তুলনায় আজকে বৃষ্টি উপেক্ষা করেও বিপুলসংখ্যক মানুষ রাস্তায় বের হয়েছে। সবাই কোনো না কোনো যুক্তি দেখাচ্ছেন। তবে অনেকেই প্রয়োজনে বের হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner